Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মেহামেডানে খেলবেন আশরাফুল-লিটন- সাইফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৫ PM আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৬ PM

bdmorning Image Preview


মার্চের প্রথম সপ্তাহে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের আসন্ন এই মৌসুমে অংশ নেওয়া ১২টি দল নিয়ে প্লেয়ার ড্রাফটে অংশ নিয়েছে ২৩৩ জন ক্রিকেটার। প্লেয়ার ড্রাফটের পঞ্চম রাউন্ডে দল পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।

বেলা এগারোটায় শুরু হয় প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটের প্রথম রাউন্ড। প্রিমিয়ার লিগের এই আসরে শক্তিশালী দল গড়েছে মোহামেডান স্পোটিং ক্লাব। রাজধানীর সোনারগাঁ হোটেলে চলমান প্লেয়ার্স ড্রাফটের তৃতীয় রাউন্ডে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা তারকা লিটন দাসকে দলে নিয়েছে তারা। এছাড়া তাদের দলে আছেন নিউজিল্যান্ড সফরে থাকা সাইফউদ্দিন। তিনি ৬ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের জন্য অ্যাভেইলেভেল থাকবেন। তবে লিটনের জন্য মেহামেডানকে অপেক্ষা করতে হবে ২২ মার্চ পর্যন্ত।

এছাড়া ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত দুই তারকা সোহাগ গাজী এবং আলাউদ্দিন বাবুকেও দলে নিয়েছে মোহামেডান। নিজেদের পঞ্চম রাউন্ডে অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুলকেও দলে ভিড়িয়েছে মোহামেডান। মোহামেডান স্পোটিং ক্লাব দলের অন্যনা ক্রিকেটাররা হলেন মোহাম্মদ আজিম, নিহাদ উদ জামান, নাদিফ চৌধুরি, আবদুল মজিদ, এমডি শাফিউল ইসলাম, সোহাগ গাজী, অভিষেক মিত্রা। এছাড়া দলটি রকিবুল হাসান (১৫ লাখ টাকা), কাজী অনিক (৮ লাখ টাকা), ইরফান শুক্কুর (১৩ লাখ টাকা) প্লেয়ার রিটেইল করেছে।

Bootstrap Image Preview