Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতিতে ম্যাগগ্রাকে ছুঁলেন কামিন্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২২ PM আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


১৩ বছর পর অস্ট্রেলিয়ার কোনো বোলার কিংবদন্তী পেসার গ্রেন ম্যাকগ্রার পর্যায়ে নিজেকে তুলে ধরলেন। রবিবার টেস্টে বোলারদের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি-র। তাদের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এক নম্বরে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পর টেস্টের এক নম্বর বোলার হলেন কামিন্স।

এর মধ্যে দিয়ে অসিদের ১৩ বছরের আক্ষেপ ঘুচল। শেষবার ২০০৬ সালে অথাৎ ঠিক ১৩ বছর আছে আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছিলেন গ্রেন ম্যাগরা। তার পর ২০০৯ সালে মিচেল জনসন কাছাকাছি এসেও এক নম্বর জায়গাটা দখলে নিতে পেরেছিলেন না।

অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ১৪টি উইকেট নেন ২৫ বছর বয়সী অজি পেসার প্যাক কামিন্স। যার মধ্যে রয়েছে এক ইনিংসে ৬টি উইকেটও। রবিবার আইসিসি-র প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টেস্টে বোলারদের মধ্যে এক নম্বরে রয়েছেন কামিন্স। কামিন্সের রেটিং পয়েন্ট ৮৭৮। ডারবানে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ৩টি উইকেট পেলেও তাঁকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন কামিন্স। দু নম্বর জায়গা ধরে রেখেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৮৬২)। রাবাদা (৮৪৯) নেমে গিয়েছেন তিন নম্বরে।

প্যাট কামিন্স টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানটা দখলে নিলেও এখানে তার কৃতিত্বের চেয়ে বেশি অবদান তৃতীয় স্থানে থাকা  রাবাদার। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ডাবান টেস্টে পান মাত্র তিন উইকেট। এতেই তিনি প্রথম স্থঅন থেকে নেমে আসেন তৃতীয় স্থানে।

তালিকায়  (৮২১) পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ভারনন ফিলান্ডার, পঞ্চম স্থানে রবিন্দ্র জাদেজার পয়েন্ট ৭৯৪। ষষ্ঠ স্থানে ট্রেট বোল্ড ৭২১। সপ্তম স্থানে জেসন হোল্ডার ৭৭০। অষ্টম স্থানে থাকা মোহাম্মদ আব্বাদ ৭৭০, নবম স্থানে থাকা টিম সাউথির পয়েন্ট ৭৬৭ এবং ৭৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে রয়েছেন জাদেজা। 

Bootstrap Image Preview