Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএল খেলতে সাকিবের সিদ্ধান্তকে প্রাধান্য দেবে বিবিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৯ AM আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৭ AM

bdmorning Image Preview


বিপিএল আসরের ফাইনালে ইনজুরি পড়েন সাকিব আল হাসান। সেই ইনজুরিতে আপাতত মাঠের বাইরে রয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে মার্চের দ্বিতীয় সপ্তাহে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। তবে সেটি এখনো নিশ্চিত নয়।

বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ড সফরে ব্যস্থ সময় পাড় করছে। ২০ ফেব্রুয়ারি শেষ ওয়ানডে ম্যাচের পর ২৮ ফেব্রুযারি থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। এই সিরিজে দ্বিতীয়টি ফেরার সম্ভাবনা রয়েছে সাকিবের। তবে ইনজুরি কাটিয়ে সরাসরি পাঁচ দিনের ক্রিকেট ফেরারা বেশ চ্যালেঞ্জের হবে তার জন্য। কারণ সামনেই বিশ্বকাপ তার আগে দেলের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পুরোপুরি ফিট থাকতে হবে।

এদিকে মার্চের শেষ সপ্তাহে মাঠে গড়াচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। এই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের। সাকিব নিজেও এই আসর খেলা নিয়ে বেশ আগ্রহী। এবার সাকিব আল হাসানের ব্যাপারে ভিন্ন সুর শোনালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। 

নিউজিল্যান্ডে টাইগারদের খেলা দেখতে গিয়ে রোববার উপস্থিত সংবাদমাধ্যমে পাপন বলেন, ‘বিশ্বকাপ মাথায় রেখে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি মোস্তাফিজুর রহমান আইপিএল খেলবে না। সাকিবের খেলা নিয়েও কথা চলছে। এখানে দেখতে হবে সে নিজে কী চায়। কারণ সাকিব আইপিএল খেলতে খুবই আগ্রহী। দ্বিতীয়ত, যদি সে না খেলে তাহলে আমার সন্দেহ বাংলাদেশের মানুষ আইপিএল দেখবে কি না, কারণ সবাই এখানে আইপিএল দেখে সাকিব আর মুস্তাফিজের কারণে।’

এদিকে দেড মাসের এই টুনামেন্টে খেলতে গিয়েিইনজুরি পড়ার সম্ভাবনা থাকে। তবে সাকিব এ বিষয়ে সতর্ক থাকবেন বলে মনে করেন পাপন। তিনি বলেন, ‘অবশ্যই এরকম টুর্নামেন্ট খেললে ইনজুরিতে পড়ার অনেক সম্ভাবনা থাকে। সবচেয়ে খারাপ ব্যাপার হবে যদি আমাদের কোনো ক্রিকেটার এ ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চোটের কারণে জাতীয় দলের খেলা মিস করে। আমার মনে হয় সে সতর্ক থাকবে। এ ছাড়া কি বলতে পারি।’

Bootstrap Image Preview