Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন মাইফলক স্পর্শ করলেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৯ PM আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


স্প্যানিশ লিগের শনিবার রাতের ম্যাচে রিয়াল ভ্যালাদোলিদকে ১-০ গোলে হারায় বার্সা। পেনাল্টি থেকে ম্যাচের এক মাত্র গোলটি করেন লিওনেল মেসি। আর এতেই নতুন একটি মাইফলকে পৌঁছে গেলেন মেসি। টানা ১১ বারের মতো সব ধরণের প্রতিযোগীতায় ৩০ বা তার বেশি গোল করার মাইলফলকে পৌঁছে গেলেন তিনি। 

যদিই এই ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল মিস করার তেতো স্বাদও পেয়েছেন তিনি। তবে প্রথমার্ধে শেষ সময়ে পেনাল্টি থেকে করা গোলটি লিগে তার ২২তম গোল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩০তম গোল। ইউরোপের শীর্ষ ৫টি লিগের খেলোয়াড়দের মধ্যে তিনিই প্রথমে এই মৌসুমে ‘৩০’-এর মাইলফলক ছুঁলেন। যা তাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। এ নিয়ে টানা ১১ মৌসুমে ৩০ গোলের মাইলফলক পেরোলেন মেসি।

সেই ২০০৮-০৯ মৌসুমে ক্যারিয়ারে প্রথমবার ৩০ গোলের মাইলফলক পেরিয়ে যান মেসি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সেবার করেছিলেন ৩৮ গোল। সেই থেকে প্রতি মৌসুমেই ৩০+ গোল করেছেন।

এক নজরে দেখুন, মেসি কোন মৌসুমে কত গোল করেছেন:-

২০০৮/০৯- ৩৮

২০০৯/১০- ৪৭

২০১০/১১- ৫৩

২০১১/১২- ৭৩

২০১২/১৩- ৬০

২০১৩/১৪- ৪১

২০১৪/১৫- ৫৮

২০১৫/১৬- ৪১

২০১৬/১৭- ৫৪

২০১৭/১৮- ৪৫

২০১৮/১৯- ৩০*

Bootstrap Image Preview