Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বার্সাকে জয়ের সারণিতে ফেরালেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪০ AM আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪২ AM

bdmorning Image Preview


টানা তিন ম্যাচের ড্রয়ের পর জয়ের দেখা পেল মেসির বার্সেলোনা। স্প্যানিশ লিগের শনিবার রাতের ম্যাচে ন্যু ক্যাম্পে রিয়াল ভ্যালাদোলিদকে ১-০ গোলে হারায় বার্সা। প্লেনাল্টি থেকে ম্যাচের এক মাত্র গোলটি করেন লিওনেল মেসি।

এদিন ম্যাচের শুরুতে বার্সাকে নিজেদের চেনা ছন্দে পাওয়া যায়নি। কয়েকটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা। তবে বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৩তম মিনিটে মেসির স্পট কিকে গোলের দেখা পায় বার্সা। জেরার্ড পিকের সঙ্গে প্রতিপক্ষ মিডফিল্ডার মিচেলের সংঘর্ষ হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

ম্যাচের ৮৪তম মিনিটে ফিলিপ কুতিনো ডি-বক্সে ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু এ যাত্রায় মেসির স্পট কিক ঠেকিয়ে দেন ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা গোলরক্ষক মাসিপ। তাতেই ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

কষ্টের এই জয়ে ২৪ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৫৪। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। আর তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ৪৫। তবে আজ রাতেই জিরোনার বিপক্ষে ম্যাচ রিয়াল মাদ্রিদের। নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটায় জিততে পারলে ব্যবধানটা আবার ৬-এ নামিয়ে আনতে পারবে রিয়াল। একই সাথে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা। 

Bootstrap Image Preview