Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ ওয়ানডেতে উইলিয়ামসনকে পাচ্ছে না কিউইয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩০ AM আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ AM

bdmorning Image Preview


প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিরিজের শেষ ওয়ানতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচে তারা নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন পাচ্ছে না নিউজিল্যান্ড। 

বুধবার নিউজল্যান্ডের ওয়ানডে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক উইলিয়ামসনকে। মূলত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দল ঘোষণার সময়ই এই সিদ্ধান্ত নিয়েছিল কিউই দলের নির্বাচকরা। তার অবর্তমানে তৃতীয় ম্যাচে কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। আর উইলিয়ামসনের বদলে দলে ডাক পেয়েছেন কলিন মুনরো।

সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে ছিলেন উইলিয়াম। প্রথম ওয়ানডেতে তিনি বাংলাদেশের বিপক্ষে ১১ রানে আউট হলেও দ্বিতীয় ওয়ানডেতে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। 

শেষ ওয়ানডেতে জিতে নিয়ে কিউইয়া বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জায় দেওয়ার চেষ্টায় থাকবে। আর বাংলাদেশের লক্ষ্য থাকতে টেস্ট সিরিজের আগে ওয়ানডে জিতে নিজেদের হারানো মনোবল ফিরে পাওয়ার। শেষ ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৪ টায়

Bootstrap Image Preview