Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেস্টে এমন জয় সচরাচর দেখা যায় না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৭ AM আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৫ AM

bdmorning Image Preview


স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসকি জয় পেল শ্রীলঙ্কা। দশম উইকেটে পেরেরা-বিশ্ব ফার্নান্দোর অবিভক্ত রেকর্ড ৭৮ রানে ১ উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এই জয় ডারবানে ১০০ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।

চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কাকে ৩০৪ রানের লক্ষ্য দেয়  দক্ষিণ আফিকা। জয়ের জন্য ২২১ রানের লক্ষ্য নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। হাতে তখনও ৭ উইকেট তাদের। চতুর্থ দিন ওশাদা ফার্নান্দো ২৮ ও কুশল পেরেরা ১২ রান নিয়ে উইকেটে আসেন। কিন্তু ৩৭ রান করতেই ফিরে যান ফার্নান্দো। তবে অপর প্রান্তে টিকে থাকেন পেরেরা। দেখতে থাকেন একে একে তার সতীর্থদের আসা-যাওয়ার মিছিল।

২২৬ রানে ৯ উইকেট হারিয়ে একসময় পরাজয়ের প্রহর গুনতে থাকে শ্রীলঙ্কা। সেখান থেকে হাল ধরেন কুশল পেরেরা ও বিশ্ব ফার্নান্দো। ফার্নান্দোকে সঙ্গে নিয়ে শতরানের অদূরে দাঁড়িয়ে থাকা পেরেরা ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে নিশ্চিত করেন দলের থ্রিলার জয়। উলটোদিকে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে ফার্নান্দোর নাছোড় লড়াই বহুদিন মনে রাখবেন ক্রিকেট অনুরাগীরা।

শেষ উইকেটে ৭৮ রানের জুটিতে ৬৮ রানের অবদান কুশল পেরেরার। কিন্তু ২৭ বলে ফার্নান্দোর ৬ রানের ইনিংস চতুর্থদিন ডারবানে ছিল প্রায় শতরানের সমান। ১২ চার ও ৫ ছক্কায় কৌশল পেরেরা ২০০ বল থেকে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।দুরন্ত পেরেরা কার্যত একার কাঁধে ম্যাচ বের করে আনলেও তাঁর সতীর্থের দুরন্ত ইনিংস দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যেতে সাহায্য করল শ্রীলঙ্কাকে।

বল হতে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন ডুয়ানে অলিভিয়ার ও ডেল স্টেইন।

Bootstrap Image Preview