Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ড উড়াল দিলেন চার বোলার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৫ AM আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview


তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ টেস্ট খেলার জন্য শুক্রবার রাতে নিউজিল্যান্ডের উদ্দ্যেশে দেশ ছেড়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবেন বাংলাদেশ।

একাদশে সুযোগ পেলে সবাই নিজেদের সেরাটা দেয়ার কথা জানিয়েছেন তিন পেসার। এদের মধ্যে বিপিএলে সর্বোচ্চ ১৪২ কি.মি গতিতে বল করে দেখিয়েছে এবাদত হোসেন বিপিএল ১৯ আসরে। এবার শেষ ম্যাচ ১৭ রানেই নিয়েচিলেন ৪ উইকেট। সেই সুবাদে তাসকিন আহম্মেদের জায়গায় দলে সুযোগ পান ইবাদত হোসেন।

২৮ ফেব্রুয়ারি শুরু হচ্চে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টে সামনে রেখে আগেই দলের সাথে যুক্ত হয়েছেন মোমিনুল হক ও সাদমান ইসলাম অনিক। মূলত নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই আগেভাগেই দেশ ছেড়েছেন ক্রিকেটারা। 

এদিকে টেস্ট সিরিজে অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়। বিপিএল ফাইনালে বাম হাতেত মধ্যমায় চোট পেয়েছিলেন তিনি। তাই চার আপাতত চার সপ্তাহের বিশ্রামে রয়েছেন তিনি। তবে তিনি দ্বিতীয় ও  তৃতীয় টেস্টে খেলার ব্যাপারে আশাবাদী। বর্তমানে উন্নত চিকিৎসা নিতে তিনি গেছেন যুক্তরাষ্ট্রে।

তিন ম্যাচের দ্বিতীয় ওয়ানডেতে আজ ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ খূইয়েছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি শেষ ওয়ানডেতে মাঠে নামবে তারা। এরপরই মাশরাফিরর নেতৃত্বে মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার ও শফিউল ইসলাম দেশে ফিরে আসবেন। 

Bootstrap Image Preview