Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিপিএলে কাদের রিটেন করল দলগুলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৪ PM আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৪ PM

bdmorning Image Preview


১ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ২০১৮-১৯ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই আসরকে সামনে রেখে এর মধ্যেই প্লেয়ার ধরে রাখার তালিকা দিয়েছে দলগুলো। ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। সেখানে দল গুলো দল গুছানোর বাকিটা কাজ সাড়বে তারা। 

গেল আসর থেকে সর্বোচ্চ তিনজন  করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দল গুলো। চলুন দেখে নিই ডিপিএলে দল গুলো রিটেইন করা ক্রিকেটাদের তালিকা

আবাহনী : মাশরাফি,মোসাদ্দেক সৈকত ও নাজমুল হোসেন শান্ত।

শেখ জামাল ধানমন্ডী : নূরুল হাসান সোহান,তানভীর ও জিয়াউর রহমান।

প্রাইম দোলেশ্বর: ফরহাদ রেজা,মার্শাল আইয়ুব ও আরাফাত সানি।

গাজী গ্রুপ : ইমরুল কায়েস,মেহেদী হাসান ও আবু হায়দার রনি।

খেলাঘর : তানভীর,অঙ্কন ও রবিউল ইসলাম রবি।

প্রাইম ব্যাংক : আরিফুল,জাকির হাসান ও আল আমিন জুনিয়র।

লিজেন্ডস অব রূপগঞ্জ : আফিফ হোসেন ধ্রুব,নাইম শেখ ও নাইম ইসলাম।

মোহামেডান : ইরফান শুকুর, রকিবুল ও কাজী অনীক।

ব্রাদার্স ইউনিয়ন : মিজানুর, জুনায়েদ ও ইয়াসির আলী ও জুনায়েদ ইমরোজ।

নবাগত বিকেএসপি এবং উত্তরা স্পোর্টিং রিটেইন তিন ক্রিকেটারের নাম জমা দিতে পারেননি। তারা প্লেয়ার্স ড্রাফটের শুরুতে তিনজন করে ক্রিকেটার লটারিতে নিতে পারবে।

এদিক ডিপিএলের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, ডিপিএল অনুষ্ঠিত হবে দুটি সংস্করণে। ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে লিগ, আর শেষ হবে টি-টুয়েন্টি দিয়ে। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা লিগে অবশ্য দুটি সংস্করণই চালু ছিল। তবে বিপিএল শুরু হওয়ার পর থেকে বন্ধ হয়ে যায় টি-টুয়েন্টি। সেটি আবার নতুন করে শুরু হচ্ছে।

Bootstrap Image Preview