Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কিংবদন্তি কপিল দেবকে টপকে গেলেন স্টেইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৩ AM আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview


আফ্রিকার ৩৫ বছর বয়সি পেসার ডেল স্টেইল ভারতীয় কিংবদন্তি কপিল দেবকে টপকে গেলেন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ৪৮ রান  দিয়ে নেন ৪ উইকেটে। এতেই সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিদের তালিকায় কপিলকে পেরিয়ে এখন তিনি ৪৩৭ উইকেট নিয়ে সাত নম্বরে উঠে এসেছেন।  ক্যারিয়ারে ৯২ তম টেস্ট এই কীর্তি অর্জন করলেন স্টেইন।

ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডেরও উইকেট সংখ্যা এখন স্টেইনের সমান। বর্তমানে ব্রড তালিকার অষ্টম স্থানে রয়েছেন। পরের অবস্থানে থাকা কপিলের ঝুলিতে আছে ৪৩৪টি উইকেট। ৮০০ উইকেট নিয়ে এ তালিকার শীর্ষে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

স্টেইন তোপেই ডারবানে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ১৯১ রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। টানা দশ ওভারের স্পেলও করেন তিনি। তাঁর দুই সঙ্গী পেসার ভার্নন ফিল্যান্ডার ও কাগিসো রাবাডা। দু’টি করে উইকেট নিয়ে।  কুশল পেরেরা (৫১) ছাড়া শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যানকে মাথা তুলে দাঁড়াতে পারেনি। 

দিনের শেষে স্টেন বলেছেন, ‘‘দু’বছর বাইরে থাকার পরে আবার মাঠে নামার সুযোগ পাওয়াটা আশীর্বাদের মতো।’’ এ দিন কপিলকে টপকে যাওয়ার পথে লম্বা স্পেল করেন স্টেন। যা নিয়ে এই ফাস্ট বোলার বলেছেন, ‘‘চার উইকেট নেওয়ার পরে আমি বিশ্রাম নিতে পারতাম। ফাইন লেগে দাঁড়িয়ে থাকতে পারতাম। কিন্তু আমি সেটা করতে চাইনি। এই ভাবে উইকেট পেতে দারুণ মজা লাগছে। ব্যাটসম্যানের মাথায় বল মারতেও দারুণ মজা পাচ্ছি।’’ এর পরেই অবশ্য তিনি যোগ করেন, ‘‘তবে অবশ্যই চাইব, গুরুতর কিছু যেন না ঘটে।’’

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে ৪৪ রানে এগিয়ে থাকার পরে দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ১২৬-৪ তুলে ফেলে তারা। ফলে ব্যবধান বেড়ে হয়েছে ১৭০।  আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে দুপুর ২টায়। ম্যাচটি সনি ইএসপিএন সরাসরি সম্প্রচার করবে।

Bootstrap Image Preview