Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আবারো কাঠগড়ায় আলিম দার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫২ PM আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview


শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শ্রীলংকাকে ডিআরএস নিতে না দেয়ায় এই বিতর্কের জন্ম দিলেন  পাকিস্তানের আম্পায়ার আলিম দার।

কিংসমিডে টেস্টের প্রথম দিনের দ্বিতীয় ওভারের ঘটনা৷ ডিন এলগারকে শূন্য রানে আউট করার এক বল পরেই বিশ্ব ফর্নান্ডোর ডেলিভারি গিয়ে লাগে সদ্য ক্রিজে আসা হাসিম আমলার প্যাডে৷ এলবিডব্লুর জোরালো আবেদন প্রত্যাখ্যান করেন আম্পায়ার দার৷ নিজেদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার পর শ্রীলংকা  অধিনায়ক করুণারত্নে রিভিউ চাইলে তা নাকচ করে দেন আম্পায়ার৷ কারণ হিসাবে জানানো হয়  শ্রীলংকা রিভিউ চাইতে দেরি করে ফেলেছে৷

আইসিসি’র নিয়ম অনুযায়ী বল ডেড হওয়ার ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউয়ের আবেদন করতে হয় ক্যাপ্টেন বা সংশ্লিষ্ট ক্রিকেটারকে৷ যদি আম্পায়ারদের মনে হয় ১৫ সেকেন্ড অতিক্রম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আম্পায়াররা আবেদন নাকচ করতে পারেন৷ আলিম দার সেই মতোই শ্রীলংকার আবেদনে সাড়া দেননি, যদিও সম্প্রচারকারী সংস্থার হিসাব আনুযায়ী মোটে ১৩ সেকেন্ড সময় নিয়েছিল শ্রীলংকা ৷

Bootstrap Image Preview