Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেটে প্রত্যাবর্তনের বার্তা দিলেন শোয়েব আকতার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৭ PM আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৮ PM

bdmorning Image Preview


ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপ নিয়ে যখন সাবেক তারকা ক্রিকেটাররা পছন্দের দল বাছাই করছেন। আর বিশ্বকাপে কোন দল ফেবারিট সেটিও জানান দিচ্ছেন ঠিক তখনই সকলকে চমকে দিলেন শোয়েব আখতার। জানালেন, বাইশ গজে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি!

সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিও পোস্ট করে এ বার্তা দিয়েছেন প্রাক্তন পাক পেসার। ভিডিওতে শোয়েব বলেন, আজ্ঞে এটা আমি, শোয়েব আখতার। আজকালকার বাচ্চারা ভাবে ওরা অনেক কিছু করতে পারে! ওরা আমার গতিকে চ্যালেঞ্জ করতে পারে বলেও মনে করে। বাচ্চারা, এবার আমি ফিরে আসছি। তোমাদের দেখাব, গতি জিনিসটা আসলে কী! 

পাকিস্তানের পেস কিংবদন্তি একটি পোস্ট করে খবরটা জানালেন। ভিডিও বার্তা তো ছিলই। সঙ্গে লিখলেনও। হ্যালো, ১৪ ফেব্রুয়ারি। ক্যালেন্ডারে দিনটা দাগিয়ে রাখবেন। এবার আমিও আসছি লিগ খেলতে। এখনকার বাচ্চারা জানেই না, পেস কী জিনিস। এবার ওরাও একটু টের পাক! 

শোয়েবের ভিডিও ছড়িয়ে পড়তেই ক্রিকেটপ্রেমীদের কৌতূহল বেড়েছে। ব্যাপারটা কী? ২০১১ বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন শোয়েব। তারপর অবশ্য ক্লাব ক্রিকেটে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এবার সত্যিই কি অবসর ভেঙে কামব্যাক করতে চলেছেন তারকা পেসার? বিষয়টি নিয়ে অনেকেই দ্বদ্ধ। আর ধন্দ আরও বাড়িয়ে দিয়েছেন শোয়েবের এককালের সতীর্থরা।

প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমও জানতে চেয়েছেন, সত্যিই তিনি ফিরছেন কি না। শুধু তাই নয়, আরেক পাক তারকা শোয়েব মালিকও প্রাক্তন পেসারকে স্বাগত জানিয়েছেন। লিখেছেন, 'আপনার পেস অ্যাকশন দেখার অপেক্ষায় রইলাম।'

মজার বিষয় হল, বৃহস্পতিবারই শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তাই অনেকেই মনে করছেন, সেই লিগেই হয়তো কোনও এক ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে মাঠে নামবেন ৪৩ বছরের তারকা। তবে সত্যিটা জানতে আরও খানিকটা অপেক্ষা করতেই হবে।

Bootstrap Image Preview