Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাতে পিএসএলে মাঠে নামছে ডিভিলার্সের লাহোর কালান্দার্স 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৪ PM আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৬ PM

bdmorning Image Preview


আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জমজমাট টি-টুয়েন্টির আসর। লিগের প্রথম ম্যাচটি দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স এবং ইসলামাবাদ ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার করবে  ডিস্পোর্ট। 

৩২ দিনের টুর্নামেন্ট ১৭ মার্চ করাচিতে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। ৩৪ ম্যাচের ২৬টি হবে দুবাই, শারজা ও আবুধাবিতে। লিগ পর্বের শেষ ৪ ম্যাচসহ প্লে অফের ম্যাচগুলো পাকিস্তানের করাচি ও লাহোরে করার ঘোষণা দিয়েছে আয়োজকরা।

এবারের পিএসএলে বাড়তি চমক হিসেবে থাকছে আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তিনি এবার লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন। আসর শুরু হওয়ার আগেই তিনি জানিয়েছিলেন পাকিস্তানে ক্রিকেটের জন্য নিরাপদ প্রমাণের জন্য তিনি পাকিস্তান গিয়ে খেলবেন। 

এদিকে এবারের পিএসএলে ডি ভিলিয়ার্স ছাড়াও শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, লুক রঞ্চি, ডোয়াইন ব্রাভো, রাইলি রুশো, ড্যারেন স্যামি, কাইরন পোলার্ড, লিয়াম ডসন, লরি ইভান্স, ডেভিড মালান, ক্রিস জর্ডান, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, সামিত প্যাটেলের মতো বিদেশি তারকারা। তবে এদের মধ্যে অনেকেই নক আউট পর্বে পাকিস্তানে খেলতে অসম্মতি জানিয়েছেন। 

লাহোর কালান্দার্স মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), ফাখার জামান, হারিস সোহেল, এবি ডি ভিলিয়ার্স, ইয়াসির শাহ, সোহেল আক্তার, শাহিন শাহ আফ্রিদি, রাহাত আলী, আগা সালমান, হাসান খান, অ্যানটন ডেভিস, কার্লোস ব্র্যাথওয়েট, কোরি অ্যান্ডারসন, সন্দীপ লামিচান, মোহাম্মদ ইমরান, উমাইর মাসুদ, ব্র্যান্ডন টেইলর, গওহর আলী, আইজাজ চিমা, হারিস রউফ, ডেভিড ওয়াইজ, হারদুজ ভিলজয়েন।

ইসলামাবাদ ইউনাইটেড লুক রনকি (অধিনায়ক), শাহিবজাদা ফারহান, আসিফ আলি, হোসাইন তালাত, ফাহিম আশরাফ, জাফর গওহর, ওয়াক্কাস মাকসুদ, রুম্মান রাইস, শাদাব খান, মোহাম্মদ সামি, ইয়ান বেল, ফিলিপ সল্ট, ক্যামেরুন ডেলপোর্ট, সমিত প্যাটেল, মুহাম্মদ মুসা, ওয়াইন পার্নেল, জহির খান, ইমাদ বাট, রিজওয়ান হোসাইনি, নাসির নাওয়াজ।

Bootstrap Image Preview