Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাজে মন্তব্যের জেরে চার ম্যাচ নিষিদ্ধ গ্যাব্রিয়েল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৩ PM আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৩ PM

bdmorning Image Preview


সেন্ট লুসিয়া টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে উদ্দেশ্য করে সমকামিতাভীত এক মন্তব্য করায় আইসিসি এবার চার ওয়ানডের জন্য নিষিদ্ধ হলেন ক্যারিবিয়ার পেসার শেনন গ্যাব্রিয়েল। একই সঙ্গে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিটস পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে। 

ঘটনার সূত্রপাত সেন্ট লুসিয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে। ইংরেজ অধিনায়ক জো রুটকে লক্ষ্য করে 'অনুপযুক্ত' মন্তব্য করেছিলেন গ্যাব্রিয়েল। ইংরেজ অধিনায়ক জো রুটের পাল্টা মন্তব্য স্টাম্প ক্যামেরায় ধরা পড়ে। রুট বলেছিলেন, 'একে অপমান হিসেবে ব্যবহার কোরো না। সমকামী হওয়া অপরাধ নয়।' 

পরবর্তিতে রুটের কাছে প্রশ্ন করা হয়েছিল গ্যাব্রিয়েল তাকে খেলার মাঠে কি বলেছিল। খেলা শেষে এই প্রশ্নের ব্যাখ্যা করতে রাজি হননি রুটও। ধারণা করা হচ্ছে তিনি 'সমকাম-বিদ্বেষী' বা 'হোমোফোবিক' কিছু মন্তব্য করেছিলেন।

যা আইসিসির নিয়ম-নীতির পরিপন্থী। আইসিসি’র কোড অফ কন্ডাক্টের ২.১৩ ধারায় দোষী সাব্যস্ত হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়৷ তবে আইসিসির কাছে গ্যাব্রিয়েল তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে জানা গিয়েছে। ওয়েস্টইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার জানিয়েছেন, এই ঘটনার জন্য গ্যব্রিয়েল অনুতপ্ত।

গত দুই বছরে এই নিয়ে গ্যাব্রিয়েলের ডিমেরিট পয়েন্ট দাঁড়াল আটটি, যা রূপ নিয়েছে চারটি সাসপেনশন পয়েন্টে। যার শাস্তি দুটি টেস্ট কিংবা চারটি ওয়ানডে বা টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা।

এতে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম চারটি ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না তিনি৷ সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয় গ্যাব্রিয়েলের খাতায়৷সেই সঙ্গে তাঁকে ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানাও দিতে হবে।

Bootstrap Image Preview