Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অষ্টম উইকেটে মিঠুন-সাইফ জুটির নতুন রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে হারলেও ম্যাচে অষ্টম উইকেটে রেকর্ড জুুটি গড়েছেন সাইফুদ্দিন ও মোহাম্মদ মিঠুন। 

নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে অষ্টম উইকেট জুটিতে আজ ৯৫ বলে ৮৪ রান করেন বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও লোয়ার-অর্ডার ব্যাটসম্যান সাইফউদ্দিন। এর মাধমে টাইগার ক্রিকেটে ওয়ানডে ইতিহাসে অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন মিথুন-সাইফ।

একই সাথে এটি নিউজিল্যান্ডের বিপক্ষে অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নয়া রেকর্ড গড়েন তারা। এতে পেছনে পড়ে গেলো খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ রফিকের রেকর্ডটি।

২০০৩ সালে কিম্বার্লিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৭০ রান করেছিলেন মাসুদ ও রফিক। আজ থেকে মাসুদ-রফিককের অষ্টম উইকেটে সেরা জুটিকে পিছনে ফেললেন মিথুন-সাইফ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ৪ টায়।

Bootstrap Image Preview