Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আট উইকেটে হারার কারণ জানালেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৯ PM আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৯ PM

bdmorning Image Preview


স্বাগতিক মিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় এমন হার বলে মনে করেন টাইগার দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।

প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১০০ রান করতেই টাইগারদের ছয় উইকেটের পতন হয়। এরপর মোহাম্মদ মিথুন ও সাইফউদ্দিনের ৮৪ রানের জুটিতে ২৩২ রান করতে সক্ষম হয় টাইগাররা।কিন্তু নেপিয়ারের উইকেট ৩০০ করার মতো ছিল বলে মনে করেন মাশরাফি।

এই প্রসঙ্গে ম্যাশ বলেন, 'আমি মনে করি এটা ৩০০ করার মতো উইকেট ছিল। ২৮০-২৯০ অবশ্যই হতে পারত। আমরা দ্রুত টপ অর্ডারের ৪ জনকে হারিয়েছি। তারপরও  আমরা ২৩০ করেছি। আমরা প্রায় পুরো ওভার খেলতে পেরেছি। এটা খুব ভালো উইকেট ব্যাটিংয়ের জন্য। আমরা ২৯০-৩০০ করতে পারলে ম্যাচের চিত্র অন্যরকম হতো।'

'দ্রুত অনেক উইকেট হারানোর আমাদের বড় সমস্যা হয়েছে। আমি মনে করি ভুল সিদ্ধান্ত হয়েছে শট খেলতে যাওয়া। অবশ্যই শুরু দিকে বল সুইং করে। প্রথম ১০ ওভারে উইকেট না হারানোটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটাই হারের কারণ।'

উল্লেখ্য, আগামী ১৫ তারিখ বাংলাদেশ সময় ভোর চারটায় দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামবে টাইগাররা। এখন দেখার বিষয় প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে কতটা ভালো করতে পারে। 

Bootstrap Image Preview