Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেন্ট লুসিয়া টেস্টে সর্বাধিক ওয়াইডের রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৫ PM আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্টে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে তৃতীয় টেস্টে শুধুই ছিল নিয়মরক্ষার। সেন্ট লুসিয়ায় সেই টেস্টে অবশ্য জয় পেয়েছে ইংল্যান্ড। এই টেস্টে ২৩২ রানের বড় ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। কিন্তু তার চেয়েও অন্য এক বিষয়ে রীতিমতো শিরোনামে এই টেস্ট।

সেন্ট লুসিয়াতে সদ্য শেষ হওয়া টেস্টে এক অবিশ্বাস্য রেকর্ড হয়েছে। দু'দলের বোলারদের তরফ থেকে এই টেস্টে সর্বাধিক ওয়াইড হয়েছে। যা টেস্টের ইতিহাসে সর্বোচ্চ। মোট ৩৫টি ওয়াইড হয়েছে এই টেস্টে।

এর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ব্রিজটাউন টেস্টে সর্বাধিক ওয়াইড হওয়ার রেকর্ড ছিল। মোট ৩৪।ম্যাচে ৩৫তম ওয়াইডটি করেন ইংল্যান্ডের বোলার মার্ক উড। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বোলাররা মোট ২৪টি ওয়াইড করেন। অন্য দিকে ইংল্যান্ডের বোলাররা ১১টি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের ফলে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ নেমে গেছে ইংল্যান্ড। ১০৮ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থেকে সিরিজ শুরু করেছিল তারা। এখন ১০৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে তারা। ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। র‌্যাঙ্কিংয়ের প্রথম তিন দল যথাক্রমে ভারত (১১৬) আফ্রিকা (১১০) ও নিউজিল্যান্ড (১০৭)। 

Bootstrap Image Preview