Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নতুন মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০০ PM আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview


নিউজল্যান্ডে বিপক্ষে প্রথম ওয়ানডেতে নতুন মাইলফলক স্পর্শ করছেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম বাংলাদেশি হিসেবে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে অধিনায়কত্বে সেঞ্চুরি পূর্ণ করেছেন টাইগার ওয়ানডে দলপতি।

বুধবার সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার পর নতুন এই মাইলফলকে নাম লেখান তিনি। বিশ্ব ক্রিকেট ইতিহাসে যা ৪০তম ঘটনা। 

১০০টি ম্যাচের মধ্যে বাংলাদেশকে টেস্টে নেতৃত্বে দিয়েছেন মাত্র একটি ম্যাচে। ২৮ টি-টোয়েন্টির পাশাপাশি ৭১টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে বিরল এ কীর্তিতে নাম লেখালেন তিনি।

বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহিম (৯৪টি), হাবিবুল বাশার (৮৭টি) এবং সাকিব আল হাসান এখন অবধি ৮০টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে, এমএ আজিজ স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির অভিষেক হয়। ২০০৯ সালের শুরুতে মাশরাফি অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সহকারী ছিলেন। পরবর্তীতে ওই বছরেরই জুন মাসে তিনি মোহাম্মদ আশরাফুলের স্থলাভিষিক্ত হন।

কিন্তু অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের প্রথম ম্যাচেই তিনি হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। এই চোটের কারনে ২০১০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিলেন। উক্ত ম্যাচসহ পরবর্তীকালে বাংলাদেশের অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান।

পরবর্তীতে ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের সাথে হোম সিরিজে তিনি পুনরায় অধিনায়কত্ব পান। তবে এ বার তিনি শুধু একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য দায়িত্ব পান এবং এবারও তার সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। ২০১৫সালের বিশ্বকাপেও তিনি বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করে গেছেন তিনি। ২০১৭ সালের প্রথম দিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নেন। 

Bootstrap Image Preview