Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেওয়াগের ‘বেবিসিটিং’ বিজ্ঞাপনের জবাব দিলেন হেডেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৯ PM আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৪ PM

bdmorning Image Preview


আগামী শুক্রবার দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ান ডে সিরিজে মুখোমুখি হবে ভারত। তবে এই সিরিজ শুরুর আগে শেওয়াগের বেবিসিটিং বিঞ্জাপন নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন বিজ্ঞাপনটিতে অস্ট্রেলিয়া খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে এবার শেওয়াগের খোচার জবাব দিলেন অস্ট্রেলিয়ান সাকেব ওপেনার ম্যাথু হেডেন। 

স্টার স্পোর্সের প্রচারমূলক ভিডিওতে দেখানো হয়েছে একে একে অজি শিশুদের ওয়েলকাম করছেন শেওয়াগ৷ শিশুদের কারুর হাতে ব্যাট কারুর হাতে বল৷ কেউ বা উইকেট-গ্লাভস নিয়ে খেলতে ব্যস্ত৷ এই সব শিশুদেরই বেবিসিটার শেওয়াগ৷

শিশুদের কোলে তুলে নিয়ে এরপর শেওয়াগের মুখে পেইন-পান্তের বেবিসিটার এপিসোডের উল্লেখ৷ ভিডিয়োতে সহবাগকে বলতে দেখা যায়, “ওই দেশে সবাই বলেছিল আমরা বেবিসিটিং করাব কিনা? আমরা বলেছিলাম, সবাই মিলে চলে এসো, করাব।” বিজ্ঞাপনটির শেষ দৃশ্যে শেওয়াগের কোলে একটি বাচ্চার প্রশ্বাস করাও দেখানো হয়।  

স্টার স্পোর্সের এমন বিজ্ঞাপনের পর ভারতের অনেক সমর্থকও এর বিরোধিতা করেন। এবার শেওয়াগকে সেই বেবিসিটিং বিজ্ঞাপনের জবাব দিলেন হেডেন। তিনি তার টুইট্যারে একটি পোস্টে ঐ বিজ্ঞাপনের ভিড়িও পোস্ট করে শেওয়াগকে উদ্দেশ্যে করে বলেন, “অস্ট্রেলিয়াকে কখনোই হাল্কা ভাবে নিয়ো না। ওদেরকে নিয়ে মজাও কোরো না। ভুলে যেয়ো না, কারা সব থেকে বেশিবার বিশ্বকাপকে ‘বেবিসিটিং’ করিয়েছে।”

Bootstrap Image Preview