Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোহলির ভূয়সী প্রশংসায় সাঙ্গাকারা-জয়াবর্ধনে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৭ PM আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৭ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক দুই কিংবদন্তী কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের বর্নিল  ইতি টানার পর এখন কোচিং পেশায় নিজেকে নিয়োজিত করেছেন জয়াবর্ধনে। আর সাঙ্গাকারা সময় পাড় করছেন কমেন্টি বক্সে।এই ক্রিকেটার প্রশংসায় ভাসালেন বর্তমান ক্রিকেটর ব্যাটিং সেনসেশন বিরাট কোহলিকে। 

গত বছর কোহলির অসাধারণ পারফরম্যান্সের জন্য আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটারের খেতাব পেয়েছেন বিরাট। এই প্রথম কেউ একই সঙ্গে এই তিনটি খেতাব পেলেন। বর্তমান ক্রিকেটে জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনকে সেরা ব্যাটসম্যানদের মধ্যে রাখা হলেও ধারাবাহিক পারফরম্যান্স ও নজিরে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের সেরা তারকা। ওয়ান ডে-তে সেঞ্চুরির সংখ্যায় বিরাট (৩৯) এখন শচীনের (৪৯) পরেই। টেস্টে তাঁর সেঞ্চুরির সংখ্যা ২৫। 

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সাঙ্গাকার জানিয়েছেন, ‘‘সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম বিরাট। সর্বকালের সেরা হলেও অবাক হব না। রান করার জন্য ছটফট করে ও। সে জন্য যে প্রক্রিয়ায় বিশ্বাস করে ও, সেটাও নিখুঁত। ব্যাটিংয়ে ছন্দ ধরে রাখতে পারে ও। পরিস্থিতি বুঝতেও পারে দারুণ। মাঠে ওর আচরণ ও অভিব্যক্তি দেখলেই বোঝা যায়, ক্রিকেটের নেশায় মেতে আছে ও।’’

এদিকে শ্রীলঙ্কান আরেক কিংবদন্তী জয়াবর্ধনে কোহলির নেতৃত্বে প্রশংসা করেছেন। তিনি বলেন, 'এটা শুধু ক্ষমতার বিষয় নয়, যেটা বিরাটের আছে। বিষয়টা হল কী ভাবে চাপ সামলাতে হবে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। এবং এর সঙ্গে রয়েছে প্রত্যাশা। আমরা শচীনের সঙ্গে বড়ো হয়েছি।

ও নিজেও একই জিনিসের সম্মুখীন হয়েছে। পরবর্তী প্রজন্ম এটা এখন বিরাটের কাঁধে। এমএস ধোনিও বয়েছে। বিরাটের সঙ্গে দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। আপনি যদি ভারতীয় সমর্থকদের জিজ্ঞেস করেন তা হলে ওঁরা বিরাটের ব্যাটটাই দেখতে চাইবে। একই সঙ্গে ও অধিনায়কের দায়িত্বটা ভালো বুঝেছে। তবে ও যখন ব্যাট করছে সেটা বেশি গুরুত্বপূর্ণ।'

Bootstrap Image Preview