Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এখনই সাকিবের বিকল্প কাউকে চান না রোর্ডস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৮ PM আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৮ PM

bdmorning Image Preview


বাঁ হাতের আঙুলে চিড় ধরার কারনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তার বাদ পড়ার এখন সকলের কাছে একটাই প্রশ্ন সাকিবের বিকল্প হয়ে কে যাবন নিউজিল্যান্ডে।

যেহতু শনিবার দুপুর ১১ টায় সাকিবের ছিটকে যাওয়ার খবরটি সংবাদ মাধ্যম গুলোতে আসে। তাই সকলের ধারণা ছিল মাশরাফি, তামিম, সাইফদ্দীন ও রুবেল আজ রাত ১১.৫৫ মিনিটে নিউজিল্যান্ডের বিমানে উঠার আগেই সাকিবের বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা আসবে। জানা গেছে আপাতত সাকিবের বদলি হিসেবে কাউকেউ নিউজিল্যান্ড পাঠাচ্ছে না বিসিবি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর অনুপস্থিতে আরেক নির্বাচক হাবিবুল একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, হেড কোচ স্টিভ রোর্ডের সাথে কথা হয়েছে। তিনি এখনই সাকিবেরে কোনে বিকল্প চাননি। 

এদিকে সাকিবের বিকল্প হিসেবে অনেক সমর্থকই ইমরুল কায়েসকে দলে নিতে চাইবেন। তবে তা সম্ভব নয়। নির্বাচক হাবিবুল বার্শার জানান, বিপিএলে শেষ দিকে কোমড়ে ব্যাথা পেয়েছেন ইমরুল। চিকিৎসক তাকে অন্তত্ব এক সপ্তাহ খেলার বাইরে থাকতে বলেছেন। তাই ওয়ানডে দলে তার যুক্ত হওয়ার সম্ভাবনা নেই।

Bootstrap Image Preview