Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসিকে নিয়েও ভাগ্য ফেরাতে পারল না বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৫ PM আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩০ PM

bdmorning Image Preview


লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বার্সেলোনা। রোববার আথলেটিকো বিলবাওয়ের মাঠ থেকে গোলশূন্য ড্র করে এসেছে এর্নেস্তা ভালভেরদের শিষ্যরা। এর আগে কোপা ডেল রে’র কোয়াটারে রিয়ালের সেঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা।

এদিন নিজেদের মাঠে প্রতিপক্ষের রক্ষণে শুরু থেকেই চাপ সৃষ্টি করে খেলে বিলবাও। অন্যদিকে পুরো ম্যাচে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের পারফরম্যান্স ছিল অসাধারণ।

ম্যাচের ১৭ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার মার্কেল সুসায়েতার জোরালো মার্ক-আন্দ্রে নৈপুন্যে রক্ষা পায় বার্সা। এরপর ম্যাচের ২৬ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তার শট  ক্রসবারে লাগলে গোল বঞ্চিত হয় বার্সা। 

দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় বল দখলে নিয়ে খেললেও গোলের উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি বার্সা। উল্টো ৮২তম মিনিটে গোল খেয়ে বসছিল প্রায়। ইনাকি উইলিয়ামসের নেওয়া শটটি দারুণ ক্ষিপ্রতায় রুখে দিয়ে আবার দলকে রক্ষা করেন স্টেগেন।

এই ড্রয়ের পরও শীর্ষেই থাকল বার্সা। ২৩ ম্যাচে কাতালানদের অর্জন ৫১ পয়েন্ট। ৪৫ পয়েন্ট নিয়ে এরপরই আছে রিয়াল মাদ্রিদ। ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Bootstrap Image Preview