Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরা জিততে পারবো না এটি সত্যি নয়: মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১০ AM আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১০ AM

bdmorning Image Preview


আঙ্গুলে ইনজুরির কারনে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে লড়াই থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। তাই সাকিবকে ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিমিত ওভারের সিরিজ দ্বিগুন কঠিন বলে মন্তব্য করলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মাশরাফি বলেন, ‘আমরা সবাই জানি, নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময়ই কঠিন, সবসময়ই চ্যালেঞ্জিং। তবে সাকিবকে হারিয়ে আমাদের সামনে এখন চ্যালেঞ্জ এখন দ্বিগুন।’

সদ্যই শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের ফাইনাল ম্যাচে ব্যাট করার সময় বাঁ-হাতে অনামিকায় ব্যাথা পান। ম্যাচের পর তার আঙ্গুলে স্ক্যান করানো হয়। তাতে সাকিবের আঙ্গুলে চিড় ধরা পড়েছে।

এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘ম্যাচের পর সাকিবের আঙ্গুলে স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা গেছে, তার আঙ্গুলে চিড় ধরেছে। চোট পাওয়া আঙ্গুলটি তিন সপ্তাহ নড়াচড়া করা যাবে না।’

ফলে শনিবার রাতে সাকিবের নির্ধারিত নিউজিল্যান্ড সফর বাতিল হয়ে যায়। সাকিবকে রেখে অধিনায়ক মাশরাফি, ওপেনার তামিম ইকবাল, পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

দেশ ছাড়ার আগে সাকিবের অনুপস্থিতির কথা অকপটে স্বীকার করলেন মাশরাফি। তবে অতীতে সাকিব না থাকায় যেভাবে দল খেলেছে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও বললেন মাশরাফি, ‘দলে সাকিবের প্রয়োজনীয়তা কতটুকু তা বলার প্রয়োজন নেই। তবে গেল বছর তাকে ছাড়া আমরা বেশক’টি ম্যাচ খেলেছি, ফলে আমাদের ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতা নিউজিল্যান্ড সফরে কাজে লাগাতে চাই। এশিয়া কাপে সাকিবকে ছাড়া আমরা খেলেছি। তাই আমাদের যা আছে, তা নিয়েই এখানে খেলতে চাই।’

সাকিবকে ছাড়া সিরিজ জয় কঠিন হলেও অসম্ভব কিছু না বলেও জানান মাশরাফি। তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজ জয় সম্ভব, আমরা জিততে পারবো না এটি সত্যি নয়। তবে সাকিবের না থাকাটা অনেক কঠিন করে দিয়েছে, কিন্তু সম্ভব। এটি করার জন্য আমাদের বিশ্বাস ও মানসিকভাবে শক্ত থাকা দরকার এবং পাশাপাশি আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে কার্যকর করার প্রয়োজন রয়েছে। যদি আমরা তা পারি, তবে সম্ভব হবে।’

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। মূল লড়াইয়ে নামার আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশ। এ ম্যাচে ২ উইকেটে হারে বাংলাদেশ। এ ম্যাচে খেলতে পারেননি মাশরাফি, তামিম, রুবেল ও সাইফউদ্দিন।

Bootstrap Image Preview