Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিবকে রেখে রাতে নিউজিল্যান্ড যাচ্ছেন মাশরাফিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৪ AM আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview


বিপিএল পর্ব শেষ হওয়ার পর ফুরসত পাচ্ছেন না তামিম-মাশরাফিরা। নিউজিল্যান্ড সফরের জন্য শনিবার রাতের দেশ ছাড়তে হচ্ছে স্কোয়ার্ডের বাকি ক্রিকেটারদের। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ৬ ফেব্রুয়ারি প্রথম বহরে দেশে ছেড়েছিলেন আট ক্রিকেটার। তবে ১৫ জনের স্কোয়ার্ডে ডাক পাওয়া অন্য সাত ক্রিকেটার থেকে যান বিপিএল আসর শেষ করার জন্য। তবে সাত ক্রিকেটারের মধ্যে ওয়ানডে স্কোয়ার্ডের শফিউল ইসলামসহ টেস্ট স্কোয়োর্ডের সাদমান, মোমিনুল ও ইবাদত ৭ ফেব্রুয়ারি দেশ ছাড়েন। 

ওয়ানডে স্কোয়ার্ডের অন্য পাঁচ ক্রিকেটারের মধ্যে যথাক্রমে তামিম ও সাইফউদ্দিনের সঙ্গী ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেন আজ রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়া দেবেন। রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে রওনা হবেন এই পাঁচ ক্রিকেটার। আঙুলের ইনজুরির জন্য দেশের থেকে যাচ্ছেন সাকিব আল হাসান। তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি।

এদিকে নিউজিল্যান্ড বোর্ড একাদশের বিপক্ষে আজ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দলে। এই দলে সুযোগ পাবেন টেস্টে স্কোয়ার্ডের দলে থাকা মুমিনুল হক ও সাদমান ইসলাম।

নিউজিল্যান্ডে মাটিতে কখনোই ওয়ানডে জিততে পারেনি বাংলাদেশ। শেষ সফরে তিন ওয়ানডেতেই ধবলধোলাই হয়েছিল মাশরাফির দল। সব মিলিয়ে নিউজিল্যান্ডে ১০ ওয়ানডের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজ জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন মুশফিকুর রহিম।

ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, নাঈম হাসান, তাসকিন আহমেদ।

Bootstrap Image Preview