Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে ষষ্ঠ আসরে সেরা পাঁচ ব্যাটসম্যান-বোলার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১০ AM আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১০ AM

bdmorning Image Preview


শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বিপিএল ষষ্ঠ আসরের পর্দা নেমেছে। এই আসরে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন রংপুর রাইুডার্সের রাইলি রুশো সর্বোচ্চ উইকেট নিয়ে ঢাকা ডায়নামাইর্সের অধিনায়ক সাকিব আল হাসান।

পুরো টুর্নামেন্ট জুড়ে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য আসর সেরা হয়েছেন সাকিব আল হাসান। তিনি বল হাতে ২৩ উইকেট নেওয়ার সঙ্গে ব্যাট হাতে ৩০১ রান করেছেন। পুরস্কার হিসেবে তিনি ৫০০০ ইউএস ডলার ও একটি বাইক জিতে নিয়েছেন।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা

ক্রিকেটারের নাম

রান

রাইলি রুশো (রংপুর রাইডার্স)

৫৫৮

তামিম  ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

৪৬৭

মুশফিকুর রহিম (চিটাগং ভাইকিংস)

৪২৭

নিকোলাস পুরান( সিলেট সিক্সার্স)

৩৭৯

লউরি ইভান( রাজশাহী কিংস)

৩৩৯

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বাচ্চ উইকেট শিকারির তালিকা

ক্রিকেটাররের নাম

উইকেট

সাকিব আল হাসান

২৩

তাসকিন আহম্মেদ

২২

রুবলে হোসেন

২২

মাশরাফি বিন মুর্তজা

২২

মোহাম্মদ সাইফুদ্দিন

১৯

 

Bootstrap Image Preview