Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফাইনালের টিকিটের জন্য ভক্তদের মিরপুর স্টেডিয়ামের গেইট ভাঙার চেষ্টা !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৮ PM আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


বিপিএলের ষষ্ঠ আসরের  ফাইনাল খেলা বলে কথা। হাই ভোল্টেজ এই ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স । তাই উত্তেজনা একটু বেশিই বিরাজ করছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের চারপাশে। আর এই উত্তেজনা আজ দুপুর সাড়ে ১২ টার সময় সহিংসতায় রূপ নেয়।

টিকিট না পেয়ে কিছু সাধারণ দর্শক ক্ষুদ্ধ হয়ে পড়েন। তাঁরা দলবদ্ধ হয়ে মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেইটের সামনে মিছিল করতে থাকে। এক সময় তাঁরা গেইট খুলে ভিতরে প্রবেশ করতে গেলে বাঁধা দেয় সেখানে কর্মরত থাকা আইন শৃঙ্খলা  বাহিনী। 

কিন্তু ক্ষুদ্ধ সাধারণ দর্শক সেই বাঁধা টপকে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। ফলে ঘটনা বিশৃঙ্খলায় পরিনিত হয়। ক্ষুদ্ধ এই দর্শকদের সামাল দিতে তখন মাঠের অতিরিক্ত আইন শৃঙ্খলা  বাহিনী   ছুটে আসেন। এরপর তাঁরা অনেক চেষ্টার পর ঘটনা নিয়ন্ত্রণে আনেন।  ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি । 

টিকিট নিয়ে বরাবরই ক্রিকেটপ্রেমীদের ক্ষোভ থাকে । কিছু কালোবাজারিদের জন্য টিকিট পায় না সাধারণ দর্শক। টিকিট নিয়ে এই ভুগান্তি নতুন কিছু নয়। তবে এই বিষয়ে বিসিবি একটু কঠোর হলে হয়তো সাধারণ দর্শকেরা কালোবাজারিদের থেকে নয় টিকিট কাউন্টার থেকে টিকি কিনতে পারবেন। 

Bootstrap Image Preview