Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিতের অর্ধশতকে সমতা আনল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫২ PM আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টতে সাত উইকেট ও সাত বল হাতে রেখে জয় পেল ভারত। এই জয় দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা হলো। ম্যাচ সেরা হন কুনাল পান্ডিয়া। 

 

সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তুলল ১৫৮/৮। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করলেন কলিন ডি গ্র্যান্ডহোম। তিনি মাত্র ২৮ বলে একটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন। ৩৬ বলে ৪২ রান করে রান আউট হন রস টেইলর।

ভারতীয় বোলারদের মধ্যে সেরা ক্রুণাল পাণ্ড্য। ৪ ওভারে ২৮ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন  অলরাউন্ডার। বাঁহাতি পেসার খলিল আমেদ ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট হার্দিক পান্ডে ও ভুবনেশ্বর কুমারের।

জবাব দিতে নেমে ভরতকে ভালো সূচনা এনে দেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। উদ্ধোধনী জুটিতে ৯.২ ওভারে ৭৯ রান তোলেন তারা। ফারগুরসন ৩১ বল থেক ৩০ রান করা ধাওয়ানকে ফিরিয়ে দিয়ে এ জুটির সমাপ্তি ঘটে। 

দ্বিতীয় উইকেটে রিশভ পান্থকে নিয়ে নেজের অর্ধশতক পূরণ করেন রোহিত শর্মা। এরপরেই দলীয় ৮৮ রান শোধির বলে ক্যাচ আউট হন তিনি। ২৯ বল থেকে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। এতেই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে যায় তিনি। তালিকায় প্রথম থাকা গাপটিলের ২২৭২ রানকে ছাড়িয়ে যান তিনি। বর্তমানে রোহিতের রান ২২৮৮। 

রোহিত ফিরে গেলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পান্থ। তিনি এদিন ২৮ বল থেকে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া ধোনি ১৭ বল থেকে ২০ রানে অপরাজিত থাকেন। মাঝে বিজয় শঙ্কর ৮ বল থেকে ১৪ রানের ইনিংস খেলেন। 

নিউজিল্যান্ডের হয়ে এদিন শোধি, মির্চেল ও ফারগুরসন নেন ১টি করে উইকেট। ১০ ফেব্রয়ারি রবিবার সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। 

Bootstrap Image Preview