Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৩ PM আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৭ PM

bdmorning Image Preview


লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের শেষ ম্যাচে পয়েন্ট খু্ইয়েছে। এই সুযোগটা ভালো ভাবেই কাজে লাগালো রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে তারা আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে রামোস-বেলরা।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধেই গোলের দেখা পায় রিয়াল। ম্যাচের ৩০ মিনিটে গোলের দেখা পান করিম বেনজেমা। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসের সঙ্গে ওয়ান-টু খেলে বাম পাশের উইং ধরে ডি-বক্সে বল পাঠিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবায়োস। এই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতীতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়াতে থাকে রিয়াল। ম্যাচের ৫০ মিনিটে বেলের দারুণ একটি শর্ট বা পাশে লাফ দিয়ে থামান আলাভেস গোলরক্ষক পাচেকো। এরপর ৬৩ মিনিটে বেলকে তুলে নিয়ে মার্কো আসেনসিওকে নামান সোলারি। তবে এতিই ব্যবধান দ্বিগুণ করতে পারেনি রিয়ায়। 

ম্যাচের ৮০ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধার দ্বিগুণ করেন ভিনিসিয়স। মার্কো অ্যাসেনসিওর লম্বা ক্রস থেকে ডি-বক্সে বল পেয়ে কোনাকুনি শটে আলাভেসের জাল কাপান তিনি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে অদ্রিওজোলার ক্রসে হেড করে তৃতীয় গোল করেন মারিয়ানো। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে এই সপ্তাহে কোপা ডেল রের এল ক্লাসিকোর প্রস্তুতিটা ভালোভাবেই সারল রিয়াল।

এ জয়ে ২২ ম্যাচ শেষে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তৃতীয় স্থানে আছে সান্তিয়াগো সোলারির রিয়াল। শীর্ষে থাকা বার্সার চেয়ে তারা এখনো পিছিয়ে আট পয়েন্ট।

Bootstrap Image Preview