Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হোল্ডারকে নিষিদ্ধ করল আইসিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৫ PM আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৫ PM

bdmorning Image Preview


ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দাপটের সঙ্গে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংলিশদের ১০ উইকেট ব্যবধানে হারায় হারায়। এই জয়ের সঙ্গে সঙ্গে এক দশক পর ইংল্যান্ডের থেকে উইজডেন ট্রফি ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজ জয়ের পরই ধাক্কা খেল ক্যারিবিয়ানরা। 

দ্বিতীয় টেস্টে স্লো ওভার রেটের জন্য ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে এক ম্যাচের জন্য নির্বাসিত করল আইসিসি৷ ফলে সেন্ট লুসিয়ায় সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে মাঠে নামতে পারবেন না আইসিসি’র এক নম্বর টেস্ট অলরাউন্ডার৷

গত বারো মাসে হোল্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় স্লো-ওভার রেটের ঘটনা৷ এর আগে গত বছর বার্বেডোজে শ্রীলঙ্কার বিরুদ্ধে স্লো ওভার রেটে অভিযুক্ত হয়েছিল ক্যারিবিয়ান দল৷ তাই নিয়ম অনুসারে তিনি তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করল আইসিসি।

ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে অষ্টম উইকেটে ব্যাট হাতে নেমে দ্বিশতক হাঁকিয়ে নজির স্থাপন করেছিলেন হোল্ডার। এছাড়া বল হাতে ছিলেন বেশ সফল। এরপর দ্বিতীয় টেস্টে তিনি বল হাতে নিয়েছেন সাতটি উইকেট৷ বর্তমানে সিরিজে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বর অবস্থানে রয়েছেন। তাই স্বাভাবিকভাবেই তৃতীয় টেস্টে হোল্ডারের না থাকা চাপে রাখতে ওয়েস্ট ইন্ডিজকে৷

হোল্ডারের অনুপস্থিতিতে সহঅধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন৷ আগামী ৯ ফেব্রুয়ারি থেকে সেন্ট লুসিয়ায় খেলা হবে তৃতীয় ও শেষ টেস্ট।

Bootstrap Image Preview