Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার টি-টোয়েন্টিতেও হারল পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ AM আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ AM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল আফ্রিকা। রবিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে তারা ৭ রানের ব্যবধানে হারায়। এতে তিনি ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত হলো প্রোটিয়াদের। 

ওয়ান্ডারার্সে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান পাক দলনায়ক শোয়েব৷ টপ অর্ডার ব্যাটসম্যানদের মিলিত লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে৷ রীজা হেনড্রিক্স ২৭ বলে ২৮ রান করে রানআউট হন৷ অপর ওপেনার জে মালান ৩১ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন৷ ক্রিজ ছাড়ার আগে ভ্যান ডার দুসেন ২৭ বলে ৪৫ রানের আগ্রাসী ইনিংস খেলেন৷

এদিন দলের হয়ে ৬৫ রানে বিদ্ধোংশী ইনিংস খেলে অপরাজিত থাকেন ডেভিড মিলার৷ ২৯ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ৫টি ছক্কা মারেন৷ প্রোটিয়াদের ব্যাটিং ইনিংসে তার নির্মমতার শিকার হন পাকিস্তানি বোলার উসমান শিনওয়ারির। তার শেষ ওভারে ৬, ২, ৬, ৪, ৬, ৪ ও ওভারে একটি নো বল সহ মোট ২৯ রান তোলেন মিলার। এছাড়া উইকেটকিপার ক্লাসেন অপরাজিত থাকেন ৫ রান করে৷ মিলারের 

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ইমদ ওয়াসিম ও শাহীন শাহ আফ্রিদি৷ এদিন শিনওয়ারি ৬৩ রান খরচ করে উইকেট শূন্য ছিলেন। 

জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান৷ বাবর আজমের ৫৮ বলে ৯০ ও হুসেন তালাতের ৪১ বলে ৫৫ রানের অনবদ্য দু’টি ইনিংস ব্যর্থ হয় বাকিদের হঠকারীতায়৷  

শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল পাকিস্তানের৷ এ সময় ক্রিজে ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক শোয়েব মালিক ও হাসান। দুই ব্যাটসম্যানই প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হলেন। শেয়েব মালিক ৪ বল থেকে ৬ রানের ইনিংস খেলে প্যাভিলনে ফেরেন। হাসান আলী ২ বলে ১ রানে আউট হন। এই দুই ব্যাটসম্যানেই উইকেট হারিয়ে। তারা শেষ ওভারে ৭ রান তুলতে সক্ষম হয়৷

ফেলুকাওয়ো ৩৬ রানে ৩টি, হেনড্রিক্স ৩০ রানে ২টি এবং মরিস ৩৬ রানে ২টি উইকেট নেন৷ ম্যাচের সেরা হয়েছেন ডেভিড মিলার৷

Bootstrap Image Preview