Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টেস্ট সিরিজেও থাকছেন না তাসকিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৫ AM আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৬ AM

bdmorning Image Preview


বিপিএল ষষ্ঠ আসরে আলোচিত দেশি ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন তাসকিন আহম্মেদ। চলতি বিপিএল পারফরম্যান্স দিয়েই দীর্ঘ ১৫ মাস পর আবারো জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু দুস্বপ্নের মতো পায়ের গোড়ালির ইনজুরিতে পুরো নিউজিল্যান্ড সফর থেকেই ছিটকে গেলেন তিনি। 

আসরের সিলেট সিক্সার্সের জার্সি গায়ে শুক্রবার রাউন্ডারিতে ক্যাচ ধরতে গিয়ে পায়ে চোট পান তাসকিন আহম্মেদ। এরপর শনিবার এমআরআই করার পর জানা গিয়েছিল অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তাই নিউজিল্যান্ড সফরের ওয়ানডে খেলা হচ্ছিল না তার। একই ধারণা করা হচ্ছিল টেস্ট স্কোয়ার্ড থেকেও ছিটতে যেতে পারেন তিনি। শেষমেশ সেই ধারণাই সত্যি হলো। 

রবিবার তাসকিনের গোড়ালি পরীক্ষার রিপোর্ট দেখার পর বিসিবির চিকিৎসক চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, পায়ের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে অন্তত ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাসকিনকে। তাই নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে তার খেলার কোনো সম্ভাবনা নেই। 

মিরপুরে সাংবাদিকদের বিসিবির চিকিৎসক বলেছেন,‘তাসকিনের বাঁ পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ লাগবে। চার সপ্তাহ পর হালকা ব্যায়াম করতে পারলেও বল হাতে নিতে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে তাকে। তাই ওয়ানডে সিরিজ তো বটেই, টেস্ট সিরিজেও তাসকিনের খেলার সম্ভাবনা নেই। মার্চের মাঝামাঝি তিনি খেলার মতো অবস্থায় ফিরবেন।’

বাংলাদেশ দল দুই ভাগে ভাগ হয়ে নিউজিল্যান্ড সফরে যাবে। যার প্রথম অংশ যাবে ৫ ফেব্রুয়ারি। এদিকে তাসকিনের অনুপস্থিতে বিকল্প হিসেবে কে দলে আসছেন তা এখনো নিশ্চিত নয়। জানা গেছে, শফিউল ও এবাদতের মধ্যে যে কোনো একজন জায়গা পেতে পারেন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে। 

Bootstrap Image Preview