Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্লে অফ লড়াইয়ের বিস্তারিত সূচি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৩ PM আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


দেখতে দেখতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষের শুরু হয়ে গেছে। শনিবার গ্রুপ পর্বের লড়াই শেষে চারটি দল প্লে অফে জায়গা করে নিয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে প্লে অফ পর্বের লড়াই। 

প্লে-অফ নিশ্চিত হওয়া চার দল হল- রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস এবং ঢাকা ডায়নমাইটস। শীর্ষ দুই দল রংপুর এবং কুমিল্লা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে। এ ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। তার আগে এলিমিনেটর ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস এবং চিটাগং ভাইকিংস। এলিমিনেটার ম্যাচে জয়ী দল অপেক্ষা করবে কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দলের জন্য। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে তারা। ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে এই ম্যাচ জিততে হবে তাদের।

সূচি:

এলিমিনেটর : চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস (৪ ফেব্রুয়ারি, দুপুর ১.৩০)
কোয়ালিফায়ার-১: রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৪ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬.৩০)
কোয়ালিফায়ার-২: এলিমিনেটর ম্যাচ জয়ী- প্রথম কোয়ালিফায়ারে পরাজিত (৬ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬.৩০)
ফাইনাল: কোয়ালিফায়ার-১ এবং কোয়ালিফায়ার-২ এর বিজয়ী (৮ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টা)

Bootstrap Image Preview