Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হার্ডার্সফিল্ডকে গোল বন্যায় ভাসালো চেলসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৫ PM আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৭ PM

bdmorning Image Preview


ইপিএলের প্রথম চারে থাকার লড়াইয়ে গত দু'ম্যাচে হার। সবশেষ বোর্নমাউথের কাছে ৪-০ গোলে হেরেছিল। তাই স্বাভাবিক ভাবেই যে চাপে ছিলেন চেলসির কোচ থেকে শুরু করে ফুটবলাররা সেই নিয়ে কোনো সন্দেহ ছিল না। তবে সেই চাপ কাটিয়ে অবশেষে জয়ে ফিরল লন্ডনের ক্লাবটি।

শনিবার ঘরের মাঠে অবনমনের আওতায় থাকা হাডার্সফিল্ডকে ৫-০ ব্যবধানে হারালো চেলসি। এই ম্যাচেই নতুন ক্লাবের হয়ে গোল করলেন সদ্য চেলসিতে যোগ দেওয়া আর্জেন্টিনার তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েন। জোড়া গোল করলেন তিনি। তবে শুধু তিনি নয়, জোড়া গোল করলেন আরেক তারকা এডেন হ্যাজার্ডও। ফলে চেলসি হার্ডার্সফিল্ডের বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতে । এই জয়ের ফলে আপাতত লিগ তালিকায় চতুর্থ স্থানে উঠে এলো চেলসি।

এদিন প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় চেলসি। ম্যাচের ১৬ মিনিটে হার্ডার্সফিল্ডের জালে প্রথম বল জড়ান হিগুয়েন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুন করেন ইডেন হ্যাজার্ড।

বিরতির পর ৬৬ মিনিটে হ্যাজার্ড তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে চেলসি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। তার ৩ মিনিটের মাথায় জোড়া গোল পূর্ণ করেন হিগুয়েনও। তাতে চেলসি এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ম্যাচের ৮৬ মিনিটে হার্ডার্সফিল্ড টাউনের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ডেভিড লুইজ। তাতে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাউরিজিও সারির শিষ্যরা।

চেলসির মতো জয় পেয়েছে লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পারও। অবশ্য ঘরের মাঠে তাদেরকে জয়ের জন্য অপেক্ষা করতে হল দ্বিতীয়ার্ধের শেষ পর্যন্ত। কারণ বিপক্ষে থাকা নিউক্যাসল গত ম্যাচে ম্যান সিটিকে হারিয়ে চমকে দিয়েছিল। ফলে মানসিক ভাবে যে তারা এগিয়ে থাকবে সে নিয়ে কোনো সন্দেহ ছিল না।

দ্বিতীয়ার্ধে টটেনহ্যামের এশিয়ান তারকা ফুটবলার সন দলের হয়ে জয়সূচক গোল করেন। এই জয়ের ফলে আপাতত লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো টটেনহ্যাম। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি।  তৃতীয় স্থানে ম্যান সিটি ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট। শীর্ষে লিভারপুল ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট।

Bootstrap Image Preview