Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এপ্রিলে ভারতে অনুষ্ঠিতব্য ডিভিশন-১ টেনিসে অংশগ্রহণ নিশ্চিত বাংলাদেশের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৬:০৭ PM আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview


চলতি বছরের এপ্রিল-মে ভারতের পুনেতে অনুষ্ঠিতব্য ডিভিশন-১ টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ অনেকটা নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, এমপির সাথে সংগঠকরা সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান।

‘আইটিএফ এশিয়ান অনুর্ধ্ব ১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপস ২০১৯: ডিভিশন-২’ এর দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে বাংলাদেশ জুনিয়র টেনিস দল ১৯ জানুয়ারি ২০১৯ দেশে প্রত্যাবর্তন শেষে তারা প্রতিমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ করেন।

এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন উপস্থিত ছিলেন। সভাপতি দলের খেলোয়াড়দের প্রতিযোগিতার অভিজ্ঞতা সম্পর্কে অবহত হন। বাংলাদেশ দলের প্রশিক্ষক মোজাহিদুল হক, সভাপতিকে অবগত করেন যে, প্রতিযোগিতায় বাংলাদেশ দলের ফলাফলের ভিত্তিতে প্রাপ্ত পয়েন্টে বাংলাদেশ দল সকল দেশের থেকে এগিয়ে, সেই প্রেক্ষিতে এপ্রিল-মে ২০১৯ এ ভারতের পুনেতে অনুষ্ঠিতব্য ডিভিশন-১ প্রতিযোগিতায় আমাদের অংশগ্রহণ অনেকটা নিশ্চিত। এশিয়ান টেনিস ফেডারেশন হতে ই-মেইল পেলেই কেবল অফিসিয়ালি আমারা গ্রুপ-১ এ উন্নীত হওয়া নিশ্চিত হব।

এ সময় সভাপতি আগামী ২৩ ফেব্রুয়ারি হতে ০৩ মার্চ ২০১৯ পর্যন্ত শ্রীলংকায় অনুষ্ঠিতব্য ‘২০১৯ আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস প্রতিযোগিতা’ এ অনুর্ধ্ব ১৪ বাংলাদেশ দলের অংশগ্রহণ করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও আগামী ৪ হতে ৯ মার্চ ২০১৯ পর্যন্ত একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য ‘জুনিয়র ডেভিস কাপ ও জুনিয়র ফেড কাপ ২০১৯’ প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় খেলোয়াড় বাছাই ও দলের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার জন্যও নির্দেশ প্রদান করেন।

Bootstrap Image Preview