Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গেইল ও ডি ভিলিয়ার্সের ব্যাটিংয়ে উড়ে গেল খুলনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৪:৫৯ PM আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


মিরপুরে এই দিন ঝড় হয়ে ফিরে এলেন টি-টোয়েন্টির দানব ক্রিস গেইল। তাঁর সাথে যোগ দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হ্যালস। এই তিন ব্যাটসম্যানের সামনে নিমিষেই যেন উড়ে গেল খুলনা টাইটান্স। ৮ ম্যাচে ৭ হার নিয়ে বিপিএল ছাড়ার টিকিট নিশ্চিত করে ফেলেছেন মাহমুদউল্লাহরা।

প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করে খুলনা। 

১৮২ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে গেইল, হ্যালেস ও ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে খুব সহজেই.৬ উইকেট হাতে রেখে   জয়ের লক্ষে পৌঁছিয়ে যায় রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। 

রংপুর রাইডার্সের সংক্ষিপ্ত স্কোরঃ 
হ্যালস(৫৫), ডি ভিলিয়ার্স(৪১), গেইল(৫৫) ও মিথুন(১৫), রুশো(১৫)* নাহিদুল(১)*।
উইকেট নিয়েছেনঃ ইয়াসির(১০, মাহমুদউল্লাহ(১)। 

খুলনা টাইটান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৮১/৬
আল আমিন(৪), জুনায়েদ(১৩), টেইলর(৩২),শান্ত(৪৮), মাহমুদউল্লাহ(২৯), ভেসি(৩৫)*, আরিফুল(৬), ইয়াসির(৫)*।
 
উইকেট নিয়েছেনঃ ফরহাদ(৪), গেইল(১), মাশরাফি(১)।

Bootstrap Image Preview