Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দলে কারা?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৩:৪৯ PM আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


সোমবার আইসিসি কতৃক প্রকাশিত হলো ২০১৮ সালের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা টেস্ট ও ওয়ানডে দল। দুই ফরম্যাটেই বর্ষসেরা অধিনায়ক নির্বাচিত হয়ে বিরাট কোহলি। 

প্রকাশিত দুইটি ফরম্যাটেই আধিপত্ত রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। এদিক থেকে শুধুমাত্র ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন একজন বাংলাদেশি। তিনি হলেন মুস্তাফিজুর রহমান। 

একনজরে আইসিসি এর বর্ষসেরা টেস্ট দল-

টম ল্যাথাম (নিউজিল্যান্ড), দীমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত) (সি), হেনরি নিকোলস (নিউজিল্যান্ড), ঋষভ পান্থ (ভারত) (উইকেটরক্ষক), জেসন হোল্ডার (উইন্ডিজ ), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), নাথান লিয়ন (অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত), মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)

এক নজরে আইসিসি এর বর্ষসেরা ওয়ান ডে দল-

রোহিত শর্মা (ভারত), জনি বায়ারস্টো (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত) (সি), জো রুট (ইংল্যান্ড), রস টেইলর (নিউজিল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড) (উইকেটরক্ষক), বেন স্টোকস (ইংল্যান্ড), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), কুলদিপ যাদব (ভারত), জাসপ্রিত বুমরাহ (ভারত)।

এদিক ২০১৮ সালে বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন কুমার ধর্মেসেনা। তিনি জিতেছেন ডেভিড শেফার্ড ট্রফি জিতলেন।  এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছিলেন তিনি।

পুরস্কারের তালিকা-

আইসিসি বর্ষসেরা ক্রিকেটার -  বিরাট কোহলি
আইসিসি টেস্ট ক্রিকেটার - বিরাট কোহলি
আইসিসি একদিনের ক্রিকেটার - বিরাট কোহলি
আইসিসি ইমার্জিং ক্রিকেটার - ঋষভ পন্ত

Bootstrap Image Preview