Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আবারো তাসকিনের হাতে সেলাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ১১:৫৪ PM আপডেট: ১২ আগস্ট ২০১৮, ১১:৫৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

পিঠের চোট নিয়ে দীর্ঘ চার মাস মাঠের বাহিরে থাকার পর অনুশীলুনে ফেরেন পেসার তাসকিন আহমেদ। সেখানে হাতের তালুতে বলে লেগে সাতটি সেলাই লাগে। এরপর সেই চোট সারিয়ে বাংলাদেশ ‘এ’ হয়ে আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন এই ডান হাতি পেসার।কিন্তু এই সফর সুখের হলো তাঁর।বের হতে পারলেন না ইনজুরির বৃত্ত থেকে।দেশে ফিরলেন সেই চোট নিয়ে।সাতটি সেলাইয়ের সেই ইনজুরি হাতে যোগ হলো আরও দুই সেলাই।

 

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ ওভার বোলিং করার পর ফিল্ডিং করার সময়।হাতের তালু ফেটে যায় । যেখানে এর আগেও ফেটেছিলো। কিন্তু সেবার লেগেছিলো সাতটি সেলাই এবার লাগলো দুটি সেলাই।

নিজের চোট নিয়ে তাসকিন বলেন,“সামনে অনেক খেলা আছে। হাত যদি ঠিক হয় তো সুযোগের অপেক্ষায় থাকব। সত্যি বলতে, ভালো ছন্দে ছিলাম। বোলিং কোচ চম্পকা অনেক সন্তুষ্ট ছিলেন আমার বোলিংয়ে। নিজেও খুশি ছিলাম। কিন্তু ইনজুরি হয়ে গেল, কিছু করার নেই। ৫-৭ দিনের মধ্যেই সেলাই খোলার কথা। সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে ফিরতে পারব।”

ইনজুরির কারণে বেশ কিছুদিন জাতীয় দলের বাহিরে আছেন তাসকিন।একের পর এক ইনজুরি লেগেই আছে । কোন ভাবেই নাছড় বান্দা এই ইনজুরি সারিয়ে পুরোপুরি খেলায় ফিরতে পারছেন না তিনি।

Bootstrap Image Preview