Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইতিহাসের পঞ্চম ক্রিকেটারের খেতাব পেলেন বেন স্টোকস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১২:১১ PM আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১২:১১ PM

bdmorning Image Preview


বেন স্টোকস ইংল্যান্ডের অলরাউন্ডার, বিবিসির বছরের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন এবার তিনি। ইতিহাসের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

১৯৫৬তে প্রথম জিম লেকার এই পুরস্কার জিতেছিলেন,এরপর একে একে ডেভিড স্টিলি (১৯৭৫), ইয়ান বোথাম (১৯৮১) ও অ্যান্ডু ফ্লিনটফ (২০০৫) এই পুরস্কার পেয়েছিল। আর এবার সেরার পুরস্কার অর্জন করার পথে স্টোকস ফর্মুলা ওয়ানের রেসার লুইস হ্যামিল্টনকে হারিয়ে পায় এই পুরস্কার।

গত রবিবার রাতে পুরস্কার হাতে পেয়ে স্টোকস বলেন, ‘যদিও এটা ব্যক্তিগত অর্জন, তবে আমি সব সময় আমার দলের জন্য খেলি।  এ পুরস্কারের জন্য ধন্যবাদ।

এই বছর বিশেষ কিছু মুহূর্ত রয়েছে আমাদের। এ কারণে আমার সতীর্থ, কোচিং স্টাফ এবং ম্যানেজম্যান্টকে অনেক ধন্যবাদ জানাতে চাই। হয়তো আমি একাই পুরস্কার নিচ্ছি। কিন্তু আমার এই অর্জনে তাদের সকলের অবদান আছে।’

চলতি বছর স্টোকস ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ে যেমন অবদান রাখেন তিনি, ঠিক সেভাবে অ্যাশেজ সিরিজ ২-২ ব্যবধানে ড্র করতেও অবদান রাখেন তিনি।

ভোট পর্বে দেখা যায়, এই বছর ক্রিকেটে যে দুটি ম্যাচ সব চাইতে বেশি রোমাঞ্চ ছড়িয়েছে সেই দুটিতেই উইকেট মাতিয়েছেন স্টোকস। প্রথমটি বিশ্বকাপের ফাইনাল। যেখানে স্টোকস একাই শিরোপার দিকে নেন দলকে। 

দ্বিতীয়টি হেডেংলি টেস্টে তার ঐতিহাসিক ইনিংস। সেই টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে স্টোকস শেষ ব্যাটসম্যানকে নিয়ে যে লড়াই করেছেন সেটাই সবকিছুকে হার মানায়।

স্টোকসের পাশাপাশি পুরস্কার জিতেছে ইংল্যান্ড ক্রিকেট দল। বর্ষসেরা দলের পুরস্কার পেয়েছে তারা।

Bootstrap Image Preview