Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বার্সায় ফিরতে পারেন মেসিদের সাবেক বস গার্দিওলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৭ PM আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। তাদের পেছনে ফেলে প্রিমিয়ার লিগে অনেক এগিয়ে লিভারপুল। শুধু কী পয়েন্ট টেবিলে এগিয়ে, অলরেডরা যে কোচ ইয়ুর্গেন ক্লপকে ২০২৪ পর্যন্ত আটকে ফেলেছে নতুন চুক্তি দিয়ে। প্রবল প্রতিপক্ষ যখন উভয় দিকে স্বস্তিতে, তখন ভবিষ্যৎ কোচ নিয়ে চিন্তায় ম্যানসিটি। কারণ, ক্লাব ছাড়ার গুঞ্জন পেপ গার্দিওলার।

স্প্যানিশ কোচ চলে গেলে ইতিহাদের ডাগআউটে কে দাঁড়াবেন? ম্যানচেস্টারসহ পুরো ইউরোপে এ প্রশ্ন এখন ঘুরছে। খবরে আসছিল টটেনহ্যাম হটস্পারের বরখাস্ত কোচের কথা। দিনকয়েক আগে সিটি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোকে। রোববার নতুন খবর, গার্দিওলার বিকল্পের খোঁজ পেয়েছে ম্যানসিটি। কে তিনি? ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’ বলছে, ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সম্ভাব্য বিকল্প হিসাবে জোরেশোরে আত্মপ্রকাশ করেছেন লেস্টার সিটির ম্যানেজার ব্রেন্ডন রজার্স।

পত্রিকাটির দাবি, গার্দিওলাকে ছাড়া চলার পথে রজার্সই সবচেয়ে বেশি পছন্দ ম্যানসিটির। লিভারপুলের সাবেক এ কোচকে অবশ্য পেতে চাইছে ইপিএলের আরেক বড় ক্লাব আর্সেনালও। উনাই এমেরিকে ছাঁটাইয়ের পর গানাররাও হন্নে হয়ে ছুটছে কোচের খোঁজে।

সিটি ছাড়লে কোথায় যাবেন গার্দিওলা? এ প্রশ্নের উত্তর আবছা হলেও পাওয়া যাচ্ছে। পুরনো ক্লাবেই ফিরতে পারেন তিনি। পুরনো বলতে বার্সেলোনায়। ব্রিটিশ আরেক দৈনিক ‘দ্য এক্সপ্রেস’ বলছে, গার্দিওলাকে ফেরার প্রস্তাব দিতে প্রস্তুত হয়ে বসে আছে বার্সা।

এক্সপ্রেস আরও বলছে, লিগে লিভারপুলের সঙ্গে যে ব্যবধান দাঁড়িয়েছে তাতে শিরোপা জেতার কোনো আশাই নেই ম্যানসিটির। ফলে ইতিহাদে দিন ফুরিয়ে আসছে গার্দিওলার। অন্যদিকে, আর্নেস্টো ভালভার্দের বার্সা যদিও লা লিগায় শীর্ষে, তবুও গার্দিওলাকে ফেরানোর সুযোগ পেলে সেটা লুফে নেবে কাতালানরা।

Bootstrap Image Preview