Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বায়ার্নে ফুল ফোটাচ্ছেন বার্সার ব্যাকবেঞ্চার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ১১:৫৯ AM আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ১১:৫৯ AM

bdmorning Image Preview


অসাধারণ গতি আর স্কিলে মুগ্ধ হয়েই অনেক কাঠখড় পুড়িয়ে তাকে লিভারপুল থেকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। জাভি-ইনিয়েস্তা ক্লাব ছাড়ার পর ফিলিপে কৌতিনহোকে মাঝমাঠের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবেও দেখতে শুরু করেছিলেন অনেকে। কিন্তু এক-দেড়টা মৌসুম পরই হঠাৎ একাদশে অনিয়মিত হয়ে পড়েন ব্রাজিলিয়ান তারকা। পরে তাকে ধারে বিক্রি করা হয় বায়ার্ন মিউনিখে।

তবে ক্লাব বদলালেও নিজের ফুটবল ধরনটা বদলাননি কৌতিনহো। গতি আর স্কিলেও ধার কমেনি লিভারপুল সাবেক তারকার। আর্নেস্টো ভালভার্দের দলে ব্রাত্য হয়ে এখন ‘জার্মান কাইজার’দের হয়ে রীতিমত ফুল ফোটাচ্ছেন বার্সার ব্যাকবেঞ্চার। চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে গোল করার পর লিগে করেছে হ্যাটট্রিক।

কৌতিনহোর হ্যাটট্রিকের রাতে বুন্দেশলিগায় বিধ্বংসী মেজাজে বায়ার্ন মিউনিখ। শনিবার বায়ার্ন ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ওয়ের্ডের ব্রেমেনকে। জয়ের ফলে লিগ টেবিলে বায়ার্ন এখন চারে। তিনে বরুসিয়া ডর্টমুন্ড।

বায়ার্নের হয়ে এই ম্যাচে অভিষেক হয় ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার সরপ্রীত সিংয়ের। তিনি নিউজিল্যান্ডের নাগরিক। ৮২ মিনিটে সরপ্রীত পরিবর্ত হিসেবে নামেন কৌতিনহোর পরিবর্তে।

গোল পেয়েছেন তিন তারকা কৌতিনহো, রবার্ট লেবানডস্কি এবং টমাস মুলার। এদের মধ্যে আবার কৌতিনহো হ্যাটট্রিক করেন। প্রথমার্ধের শেষ দিকে ২-১ করে বায়ার্ন। ৪৫ মিনিটে ১-১ করেন কৌতিনহো। প্রথমার্ধের ইনজুরি টাইমে ২-১ করেন লেবানডস্কি। দ্বিতীয়ার্ধে পুরোটাই বায়ার্ন আক্রমণের ঝড়। ৬৩ মিনিটে গোল কৌতিনহোর। ব্যবধান ৪-১ করেন লেবানডস্কি, ৭২ মিনিটে। তখন যেন লেবানডস্কি আর কৌতিনহোর মধ্যে গোল দেয়ার উৎসব চলছে।

Bootstrap Image Preview