Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালাহর জোড়া গোলে অপরাজেয় লিভারপুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ১১:১৮ AM আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ১১:১৮ AM

bdmorning Image Preview


মাত্রই লিভারপুলের সঙ্গে চুক্তি বাড়িয়ে সম্পর্কটা পাকা করেছেন ২০২৪ সাল পর্যন্ত। সময়টাতে গুরু ইয়ুর্গেন ক্লপের জন্য জয়ের চেয়ে বড় উপহার খুঁজে পাননি শিষ্যরা। এগিয়ে এসেছেন মোহামেদ সালাহ। মিশরীয় তারকার জোড়া গোলে ওয়াটফোর্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগে নিজেদের অপরাজেয় দৌড় ১৭ ম্যাচ পর্যন্ত নিয়ে গেছে অলরেডরা।

শনিবার ওয়াটফোর্ডের ম্যাচটি নিয়ে চলতি প্রিমিয়ার লিগে মোট ১৭ ম্যাচ খেলেছে লিভারপুল, এটি তাদের ১৬তম জয়। কেবল একটি ম্যাচই ড্র হয়েছে। জয়ে ২৯ বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ক্লপের দল। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯। তৃতীয়স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ১৭, দুইয়ে থাকা লেস্টারের সঙ্গে ব্যবধান ১১। যদিও লেস্টার ও ম্যানসিটি ম্যাচ খেলেছে একটি করে কম। 

অ্যানফিল্ডে ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল পান সালাহ। বাঁ-প্রান্ত দিয়ে ফিরমিনোর কাছ থেকে বল পেয়ে বক্সে সালাহর কাছে পাঠিয়ে দেন সাদিও মানে। কাছেই থাকা ওয়াটফোর্ডের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান মিশরীয় তারকা। ম্যাচের ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন সুইস তারকা জেরদান শাকিরি। ভিএআর প্রযুক্তিতে সেই গোল বাতিল করে দেন রেফারি।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দল ও নিজের জোড়া গোল আদায় করে নেন সালাহ। ডি-বক্সে মানের শট ডিভোক অরিগির গায়ে লেগে দিক পাল্টে গিয়ে পড়ে সালাহর পায়ে। সুযোগসন্ধানী মিশরীয়ান কেবল ব্যাকহিলই করেছেন, তাতেই মিলেছে গোল।

Bootstrap Image Preview