Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

খালেদ আহমেদ ফিরতে চান মাঠে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫৯ AM আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫৯ AM

bdmorning Image Preview


 পেসার খালেদ আহমেদ ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে কাজ চালিয়ে যাচ্ছেন। বোলিং অনুশীলন শুরু করলেও, চলতি বিপিএলে খেলা হচ্ছে না তার। চিকিৎসক ও ফিজিও'র পরামর্শে পুরোপুরি ফিট হয়েই মাঠে ফিরতে চান।

ভারত সফরে যাওয়ার খুব ইচ্ছে ছিলো খালেদের। তবে, সে আশা পূরণ না হলেও, পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফিরতে মুখিয়ে আছেন এই পেসার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে একাকী অনুশীলনে খালেদ আহমেদ, সতীর্থরা তখন বিপিএলের মঞ্চে। ইনজুরি থেকে ফিট হয়ে ওঠার চেষ্টায় এই পেসার। ছোট রান আপে বোলিং করছেন। অপেক্ষায় আছেন পুরো ছন্দে ফেরার। তবে বিপিএলে যে খেলতে পারছেন না, সেটা নিশ্চিত।

২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক খালেদের। নিউজিল্যান্ড সফরেও খেলেছেন এক টেস্ট। তবে করতে পারেননি কিছুই। থেকেছেন উইকেট-শূন্য। তবুও টেস্ট ক্রিকেটে পেসারদের ঘাটতির মাঝে গতির কারণেই নির্বাচকদের সুনজরে ছিলেন খালেদ। কিন্তু হঠাৎ ইনজুরি ছিটকে দেয় মাঠের বাইরে। মাঝে টাইগাররা খেলেছে ভারতে। ইন্দোর-কলকাতায় টেস্ট না খেলার আক্ষেপ আছে এই পেসারের। পুরোপুরি ফিট হয়েই মাঠে ফিরতে চান খালেদ। এই ইনজুরিই তাকে শিখিয়েছে অনেক কিছু, এমনটাই জানালেন তিনি। 
সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে জাতীয় দল। স্কোয়াডে জায়গা হবে কি না, জানা নেই। তবে প্রস্তুত থাকতে চান খালেদ।

Bootstrap Image Preview