Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাঈম শেখের ব্যাটিং উত্তাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৩:১১ PM আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৩:১১ PM

bdmorning Image Preview


 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের জন্যই জয়ে ফেরার মিশন এই ম্যাচটি। সপ্তম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।ভারত সফরে ইনজুরির কারণে বিপিএলে দলের প্রথম ২ ম্যাচে খেলেননি মাহমুদুল্লাহ। একাদশে ফিরেই টস জিতেছিল মিডলঅর্ডার ব্যাটসম্যান।

সতর্ক শুরুর পরেও ফিরে যান রংপুরের ওপেনার মোহাম্মদ শেহজাদ। কেসরিক উইলিয়ামসের বলে বাউন্ডারি লাইনে রায়ান বার্লের দুর্দান্ত একটি ক্যাচে মাত্র ৯ রানে ফিরে যেতে হয় তাঁকে।

তিনে নামা টম অ্যাবেলেও সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত দশ রানে বার্লের বলে ফিরে যান তিনি। যদিও ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকেন নাঈম শেখ। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।

৫৪ বলে ৭৮ রান করে রুবেলের বলে ক্যাচ তুলে ফেরেন তিনি। ৬টি চার ও ৩টি ছক্কা হাকান তিনি।

                      

Bootstrap Image Preview