Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরতি শেষে মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০২:১৯ PM আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০২:১৯ PM

bdmorning Image Preview


বিরতি শেষে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক অবসর নিয়েছিলেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টির আসর বিগ ব্যাশ দিয়ে তাঁর মাঠে ফেরার কথা রয়েছে।

নিজের বিরতি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ম্যাক্সওয়েল। এই সময় তাঁর পাশে থাকার জন্য সবার কাছে কৃতজ্ঞ তিনি। বিগব্যাশের দল মেলবোর্ন স্টার্সের হয়ে খেলবেন এই মারকুটে ব্যাটসম্যান।

ম্যাক্সওয়েল বলেছেন, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাই। তারা আমার পাশে ছিল। ক্রিকেট ভিক্টোরিয়া আর যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। খুব শিগগিরই আমি মাঠে ফিরতে যাচ্ছি। গত ছয় সপ্তাহ খেলার বাইরে আছি। নিজেকে ফিট রাখতে আমাকে চেষ্টা করতে হবে।’

অস্ট্রেলিয়ার এই তারকা জানিয়েছেন, বান্ধবির পরামর্শেই তিনি বিরতিতে গিয়েছিলেন। ম্যাক্সওয়েল মনে করেন তাঁর বান্ধবি তাঁর কাধ থেকে বড় একটি বোঝা সরিয়ে দিয়েছেন। এ কারণে তাকেও বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন ম্যাক্সওয়েল।

তিনি বলেন, ‘আসলে আমি একটা ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার পার্টনার (বান্ধবী) এই ব্যাপারটি প্রথম খেয়াল করে। সে আমাকে পরামর্শ দিয়েছিল মাঠের বাইরে কিছু দিন সময় কাটানোর। আমি জানি তার এই পরামর্শ দেওয়াটা সহজ ছিল না। কারণ আমি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পছন্দ করি। কিন্তু আমারও মনে হলো, তার পরামর্শ আমার গ্রহণ করা উচিৎ। আমি বিশেষ ভাবে তাকে ধন্যবাদ জানাতে চাই। সে আমার কাঁধ থেকে বেশ বড় একটা দায়িত্বের বোঝা নামিয়ে দিয়েছিল।’

গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ম্যাক্সওয়েল। নিজেকে সরিয়ে নেয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, মানসিক অবসাদের কারণেই বিরতিতে যাচ্ছেন তিনি। এবার বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের অধিনায়কত্ব করবেন তিনি।

Bootstrap Image Preview