Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লা-লিগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রোহিত শর্মা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:৫২ AM আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:৫২ AM

bdmorning Image Preview


ক্রিকেট নয়, এবার ভারতীয় তারকা ক্রিকেটার রোহিত শর্মা শিরোনাম হলেন ফুটবলে। নন-ফুটবলার ব্যক্তিত্ব হিসেবে প্রথম বিশ্বব্যাপী লা-লিগার মুখ হলেন তিনি। 

ভারতে স্প্যানিশ লা-লিগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রোহিত শর্মাকে নিয়োগ করল লা-লিগা কর্তৃপক্ষ।

জনপ্রিয়তার নিরিখে ভারতবর্ষে ক্রিকেটের তুলনায় কয়েকযোজন পিছিয়ে থাকা ফুটবলের প্রসারে এবার এক ক্রিকেটারেরই দ্বারস্থ হল লা-লিগা। স্প্যানিশ লা-লিগার অফিসিয়াল টুইটার পেজে বৃহস্পতিবার রোহিতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার খবর প্রকাশ করা হয়।

এপ্রসঙ্গে লিগের ম্যানেজিং ডিরেক্টর জোস অ্যান্তোনিও কাচাজা বলেন, ‘বিশ্বব্যাপী বিপণনের নিরিখে ভারতে লা-লিগার জনপ্রিয়তা চমকপ্রদ। গত দু’বছর সমীক্ষা চালিয়ে আমরা জানতে পেরেছি ভারতে ফুটবল নিয়ে উন্মাদনার কথা। রোহিত যার প্রকৃষ্ট উদাহরণ। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ হওয়া সত্ত্বেও তিনি লা-লিগার একজন গুণগ্রাহী।’

Bootstrap Image Preview