Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের আহমেদাবাদে তৈরি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, উদ্বোধন মার্চে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ০২:১৮ PM আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ০২:১৮ PM

bdmorning Image Preview


১০০ মিলিয়ন ডলার খরচ করে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি প্রায় শেষ আহমেদাবাদে

ভারতের মাটিতেই হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট স্টেডিয়াম। যেখানে একসঙ্গে ১১০,০০০ দর্শক বসে খেলা দেখতে পারবেন। আগামী বছরের শুরুর দিকে এই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হবে। আহমেদাবাদের এই নতুন স্টেডিয়াম তৈরি করতে খরচ হচ্ছে ১০০ মিলিয়ন ডলার। যেখানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের থেকে বেশি মানুষ বসে খেলা দেখতে পারবেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একলাখ মানুষ বসতে পারেন।রিপোর্ট অনুযায়ী, Sardar Patel stadium প্রথম ম্যাচ আয়োজন করবে মার্চ মাসে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে প্রদর্শনী ম্যাচ দিয়ে।

ভারতে এই স্টেডিয়াম ছাপিয়ে যাবে কলকাতার ইডেন গার্ডেনকেও। এই মুহূর্তে এটাই ভারতের সব থেকে বড় স্টেডিয়াম। একসময় ইডেনেও এক লাখ দর্শকাসন ছিল। কিন্তু নতুন করে তৈরি হওয়ার পর তা কমে ৬৬ হাজারে নামিয়ে আনা হয়।

Bootstrap Image Preview