Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেলের জালে ধরা পড়ল সাড়ে ২৫ কেজির বাঘাইড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:১৫ PM আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজশাহীর বাঘায় জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মীরগঞ্জ পদ্মা নদীতে জেলে আমিরুল ইসলাম ও হৃদয় হোসেনের জালে এ মাছটি ধরা পড়ে।

পরে জেলেদের কাছ থেকে মাছটি বিক্রয়ের জন্য উপজেলা পরিষদ চত্বরে নেয়া হয়। এ সময় মাছটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমাতে থাকে।

মীরগঞ্জের জেলে আমিরুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরি। হটাৎ আমাদের জালে এ মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য উপজেলা চত্বরে নেয়া হলে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এর আগেও এ ধরনের মাছ পেয়েছিলাম।

মাছ ব্যবসায়ী লালচান হোসেন জানান, মাছটি ৮৫০ টাকা কেজি হিসেবে ২১ হাজার ৬৭৫ টাকায় ক্রয় করেছি।

Bootstrap Image Preview