Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শানাকার বিধ্বংসী ব্যাটিং-এ কুমিল্লার কাছে পাত্তাই পেল না রংপুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১২:২৬ AM আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:৫৬ AM

bdmorning Image Preview


শ্রীলংকান দাসুন শানাকার বিধ্বংসী ব্যাটিংয়ে বঙ্গবন্ধু বিপিএল টি ২০ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্স কে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারাল কুমিল্লা ওয়ারিয়ার্স। 

টসে জিতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে কুমিল্লা। এই ম্যাচের অধিনায়ক সানাকা ৬ নাম্বারে ব্যাটিংয়ে নেমে ৩১ বলে ৭৫ রানের একটি ইনিংস খেলেন,শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন। 

প্রথম দিকের ব্যাটসম্যানরা কেউ দাড়াতে না পারলেও উইকেটে সেট হয়ে সানাকা ভয়ংকর রূপ ধারণ করেন। ইংল্যান্ডের লুইস গ্রেগরির ১৮ তম ওভারে ১৪ রান এবং মুস্তাফিজের ১৯ তম ওভারে ৪ ছক্কায় ২৬ রান ও সর্বশেষ পাকিস্তানের জুনায়েদ খানের ২০ তম ওভারে তিন ছক্কা এক চারে ২৩ রান নেন এই ব্যাটসম্যান।

২৩ বলে হাফ সেঞ্চুরি করা সানাকা ৩ টি চার এবং ৯ টি ছয় মেরে ৩১ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়াও সৌম্য ২৬ এবং ডেভিড মালান ২৫ রান করেন। 

জয়ের জন্য ১৭৪ রানের টার্গেটে কুমিল্লার বোলারদের তোপের মুখে পড়ে রংপুর। নিয়মিত ভাবে উইকেট হারানোর ফলে ১৪ ওভারে ৬৮ রানে গুটিয়ে যায় রংপুরের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন ওপেনার নাঈম। কুমিল্লার আল-আমিন হোসেন ৩ উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর:

কুমিল্লা ওয়ারিয়রস: ১৭৩/৭(২০অভার),(সানাকা ৭৫)

রংপুর রেঞ্জার্স : ৬৮/১০(১৪অভার)(নাঈম ১৭, শাহজাদ ১৩),(আলামিন ১৪/৩ )

ফল: কুমিল্লা ওয়ারিয়রস ১০৫ রানে জয়ী। ম্যান অফ দ্যা ম্যাচ :দাসুন সানাকা।

 

 

 

 

Bootstrap Image Preview