Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে দর্শক যেন সোনার হরিণ! 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:০৭ PM আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview


দর্শক ছাড়া যেন কোন খেলায় জমে উঠে না। কারণ দর্শকরাই মাঠের প্রাণ। কিন্তু সেই প্রাণ ছাড়াই শুরু হলো  বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দিনের খেলা।

এই দিন উদ্বোধনী  ম্যাচে মুখোমুখি হয় সিলেট থান্ডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার।কিন্তু এই ম্যাচে মিরপুরের মাঠে দেখা গেল না দর্শকের ভিড়। মাঠের প্রায় সব গ্যালারিই ছিলো ফাঁকা। কোন দর্শক উত্তেজনা ছাড়াই শেষ হয় সিলেট ও চট্টগ্রামের ম্যাচ।

ধারণা করা হয় সন্ধ্যায় কুমিল্লা ও রংপুরের ম্যাচে  দর্শকের সংখ্যা বাড়তে পারে। হৈ হুল্লোরে ভরে উঠতে পারে গ্যালারি। কিন্তু দ্বিতীয় ম্যাচেও হতাশ করলো দর্শকরা। একমাত্র গ্রীন গ্যালারি ছাড়া বাকি সব গ্যালারিই ফাঁকা ছিলো।

কিন্তু কেন এই দর্শকের খরা? টিকিটের দাম বেশি ? নাকি  তারকা খেলোয়াড় নেই বলেই দর্শকরা বিপিএল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? এই সকল প্রশ্নের উত্তর দর্শকরাই ভালো জানেন।

প্রথম দুই ম্যাচ দিয়ে তো আর সব কিছু বিচার করা যায় না। হয়তো পরের খেলা থেকে দর্শকরা মাঠমুখী হতে পারেন। 

এদিকে গতকাল মঙ্গলবার বিসিবির সিও নিজামউদ্দিন চৌধুরী সুজন টিকিটের দাম নিয়ে  বলেন, বিপিএলের প্রথম ম্যাচ দেখে বিবেচনা করবো, যদি রেসপন্স দেখে যদি বিবেচনা করার সুযোগ থাকে তাহলে অবশ্যই করবো,।

বিপিএলে  এমন দর্শক খরা চলতে থাকলে হয়তো কমতে পারে টিকিটের দাম সিও কথাতে তেমনি আভাষ পাওয়া গেল। 
 

Bootstrap Image Preview