Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে পারিশ্রমিক ভালো হলে খেলাও ভালো হবেঃ মুশফিকুর রহিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৪ PM আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৫ PM

bdmorning Image Preview



বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম আসরের পর্দা উঠেছে। কিন্তু প্রতিবারের মতো এবারো দেশি খেলোয়াড় ও বিদেশি খেলোয়াড়ের পারিশ্রমিক নিয়ে বিতর্ক রয়েছে।

নিজেদের মান অনুযায়ী পারিশ্রমিক পান না মুশফিক ও তামিমরা আর তা নিয়ে প্রতি আসরেই খেলোয়াড়দের মনদ্বন্দ্ব থেকেই যায়। তাঁর ব্যতিক্রম নয় এই আসরেও। 

বিদেশি খেলোয়াড়দের সাথে পারিশ্রমিকের প্রসঙ্গে  বলতে গিয়ে আজ মিরপুর শেরে বাংলা একাডেমীর মাঠে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, আমরা সবসময় প্রত্যাশিতমত পারিশ্রমিক পাইনা । এবার তো অনেক তাড়াতাড়ি হয়েছে । লাকিলি এবার খেলাটা হচ্ছে সেটাই অনেক । আমরা  িনীতি নির্ধারকদের দৃাষ্টি আকর্ষন করেছি তারা সেভাবে আশ্বস্ত করেছেন । নেক্সট থেকে বেতন বা ভাতা আমরা ঠিকঠাক পাবো বলে আশা করি । আমরা সারা বছর খেলি, তারপরও দেখা যায় অনেকের থেকে আমরা কম পাচ্ছি যারা শুধু টি টুয়েন্টি খেলে। এটা আমাদের জন্য ডিসক্রেডিট। বিশ্বে সব লিগে কিন্তু লোকাল খেলোয়াররা বেশি পাারিশ্রমিক পান । আমাদের নিজেদের খেলার মানটাও বাড়াতে হবে আমি আশা করবো আমরাও যাতে এবার ভাল খেলা দেখাতে পারি যাতে করে আমাদের বেতনটা বৃদ্ধি পাই । আর পারিশ্রমিক বেশি হলেই যে আপনি টিম পাবেন তানা । এবছর দেখেন অনেক ভাল ভাল খেলোয়ারও টিম পিাননি । আমার মনে হয় সে দিকটা বিবেচনা করেই আমাদের এগুলো ঠিক করা উচিত । এবছরের বিপিএলটা সবার জন্য অনেক চ্যালেন্জিং , আমার জন্যই চ্যালেন্জিং ।

তিনি আরও বলেন,হ্যাঁ আমরা আশ্বাস পেয়েছি । আর এটা পরের    বিপিএল থেকেই হবে । এবারেরটা অনেক তাড়াতাড়ি হচ্ছে সুতরাং এটি মাঠে গড়াচ্ছে সেটিই আমাদের জন্য অনেক বড় ফ্যাক্ট । পরের বছর থেকে সব ঠিক হয়ে যাবে এমনটা আশ্বাসই আমরা পেয়েছি । আর যেটা বললেন, বিদেশী প্লেয়ারদের সাথে ডিফারেন্সটা যাতে কম হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন , রিভিউ করা উচিত তাদের জন্যও ভাবা উচিত কারন টপ প্লেয়ার হয়ত ৪ জন বা ৫ জন আছেন । কিন্তু ৫০ থেকে ৬০ জন আছে যারা প্রতি বছর দারুন পার্ফম করে যাচ্ছে । ইভেন বিপিএলে অনেক ভাল খেলে । আমি যদি বলি শফিউল, তাইজুল, রাহি এরা সবাই ভাল খেলেছ যারা কিনা বি কিংবা সি তে আছে । এদের দিকটা দেখলে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্যেই ভাল হবে ্

Bootstrap Image Preview